1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

চুয়াডাঙ্গায় বিষের বোতল ও কাফনের কাপড় নিয়ে কৃষকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা প্রকাশিত: জুলাই ৭, ২০২২, ০৩:১৭ পিএম চুয়াডাঙ্গায় বিষের বোতল ও কাফনের কাপড় নিয়ে কৃষকদের বিক্ষোভ

চুয়াডাঙ্গাঃ ফসলী জমি রক্ষার এক দফা দাবিতে হাতে বিষের বোতল এবং মাথায় কাফনের কাপড় বেধে  বিক্ষোভ করেছে কৃষ্ণপুর গ্রামের কৃষকরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন কৃষ্ণপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হোসেন, মেহেদী হাসান, হবিবর রহমান, নবিছদ্দিন, জহিরুল ইসলাম প্রমুখ।

তারা বলেন, কৃষ্ণপুর গ্রামের কৃষি জমির পরিমাণ প্রায় ৩৬০ একর। যার বেশির ভাগই তিন ফসলী। এর মধ্যে ১৮০ একর জমিতে সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে সিঙ্গাপুর ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ‘সাইক্লেক্ট এনার্জি পিটিই লিমিটেড’।

বক্তারা বলেন, ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি জোর করে গ্রামের মাঠে সাইনবোর্ড স্থাপন করেছে। তারা সেখানে পাটা দালান করছে। সেসব কাজে বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি আসছে।

কৃষকদের স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক বলেন, ফসলী জমিতে কোন স্থাপনা করার সুযোগ নেই। আমরা তদন্ত করে এর সত্যতা পেলে এ প্রকল্প বন্ধের সুপারিশ করা হবে।

প্রসঙ্গত, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কৃষ্ণপুর গ্রামে তিনফসলী জমিতে ‘সাইক্লেক্ট এনার্জি পিটিই লিমিটেড’ নামে সিঙ্গাপুর ভিত্তিক একটি কোম্পানীর সৌর বিদ্যুতকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে। ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ প্রকল্প বাস্তবায়ন হলে এলাকার অনেকেই কর্মহীন হয়ে পড়বে। চাষের জমি হারানোর শঙ্কায় পড়েছেন স্থানীয় চাষীরা। এমন অবস্থায় সরকারের সুদৃষ্টি কামনা করেছেন গ্রামবাসী। তাদের দাবী প্রকল্প বাস্তবায়নের জন্য পতিত জমি নির্বাচন করা হোক।

জামান আখতার/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner