1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পরকীয়ার অভিযোগে নারীর মাথা ন্যাড়া করে নির্যাতন, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৫:০৭ পিএম পরকীয়ার অভিযোগে নারীর মাথা ন্যাড়া করে নির্যাতন, গ্রেফতার ৪
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়াঃ পরকীয়ার অভিযোগ এনে জেলার সরাইলে এক নারীকে মাথা ন্যাড়া করে নির্যাতনের ঘটনায় তিন নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে ভুক্তভোগী ওই নারী সরাইল থানায় ৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়েরের পর তাদেরকে গ্রেফতার করে পুলিশ। 

আটককৃতরা হলেন, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের জাহের আলী ছেলে মেরাজুল (২৪), মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার, ফেরদৌসা আক্তার ও রাশিদা বেগম।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর বাড়ি বরিশাল জেলায়। তার বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুরে। স্বামীর মৃত্যুর পর বিধবা সেই নারী সুহিলপুর গ্রামেই স্বামীর বাড়িতে বসবাস করছে। এরই মাঝে জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মেরাজুল (৩৫) এর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে ওই নারী। তাদের পরকীয়ার বিষয়টি মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার জেনে যায়। পরে গত ২২ জুলাই ওই নারীকে মোবাইল ফোনে তার বাবার বাড়ি আসতে বলেন তানজিনা আক্তার। পরে সেখানে গেলে তানজিনা ও তার বোন রাশিদাসহ আরও কয়েকজন মিলে ওই নারীকে মারধর করেন এবং ব্লেড দিয়ে মাথা ন্যাড়া করে দেন। এ সময় ঘটনাটি তারা ভিডিও করে রাখেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) ফেসবুকে সেই ভিডিও ছেড়ে দেয়া হয়। ভিডিওটি মুহূর্তের মধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি জানতে পেরে অভিযান শুরু করে পুলিশ। ভুক্তভোগী ওই নারী সরাইল থানায় ৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়েরের পর এ ঘটনায় ৪ জনকে আটক করেছে। বাকিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner