পুলিশ কনেস্টবল পদে যোগদানের নিয়ম বদলে গেছে
          
             সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি             প্রকাশিত: আগস্ট ২২, ২০২১,  ০৫:২৪ পিএম          
          
                    
                    ছবিঃ আগামী নিউজ
          
          ফরিদপুরঃ বাংলাদেশ পুলিশে কনেস্টবল পদে যোগদানের নিয়ম নীতি বদলে গেছে। নতুন নিয়মে যোগ্যরাই শুধু পুলিশে যোগদানের সুযোগ পাবেন। পেছনের দরজা দিয়ে আসার সুযোগ নেই উল্লেখ করে ফরিদপুরের পুলিশ সুপার জানান, নতুন সংযোজিত ধাপসহ সকল ধাপ সফলতার সাথে অতিক্রম করেই আধুনিক পুলিশে যোগদান করতে পারবে যে কেউ।
 
রোববার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান। তিনি আরো জানান, পুলিশ প্রধানের দিক নির্দেশনায় সব ধরণের অণ্যায় অনিয়ম দুর করে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুলিশের কনেস্টবল পদে আসন্ন নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
 
এসময় উপস্তিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম (ডিএসবি) অতিরিক্ত পুলিশ মোঃ হেলালউদ্দিন (সদর)সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।