1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বগুড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০১:৪৩ পিএম বগুড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা
ছবি: সংগৃহীত

বগুড়াঃ জেলার শেরপুরে খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওহাবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন দুই সন্তানের জননী।

শুক্রবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে শেরপুর থানায় এই মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী নিজেই (মামলা নং ৩২)। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওহাব শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

এজাহার সুত্রে জানা গেছে, দুই সন্তানের জননী ওই নারী প্রায় এক বছর পুর্বে ইউপি চেয়ারম্যানে এক আত্মীয়কে ৫০ হাজার টাকা ধার দেন। এ বিষয়ে গত বৃহস্পতিবার রাতে চেয়ারম্যানকে ফোন করলে তিনি তাকে বাসায় যেতে বলেন। শুক্রবার সন্ধ্যার দিকে ওই নারী শেরপুর শহরের জগন্নাথপাড়ায় চেয়ারম্যানের ভাড়া বাসায় গেলে চেয়ারম্যান আব্দুল ওহাব ওই নারীকে জোরপুর্বক ধর্ষণ করেন। পরে ওই নারী শেরপুর থানায় গিয়ে ধর্ষণের অভিযোগে (নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের ৯ (১) ধারায় মামলা দায়ের করেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ভিকটিমের মেডিক্যাল পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner