মেহেরপুরে বিধিনিষেধ আরোপ: ৩টি গ্রাম লকডাউন
          
             কাজল মাহমুদ, মেহেরপুর প্রতিনিধি             প্রকাশিত: জুন ১৪, ২০২১,  ০৪:৪৩ পিএম          
          
                    
                    ছবি: সংগৃহীত
          
          মেহেরপুরঃ করোনা ব্যাপকহারে বিস্তার লাভ করায় মেহেরপুর ৩টি গ্রামে লকডাউন ঘোষণা করেন ও সন্ধ্যা ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধসহ মেহেরপুর টু রাজশাহীগামী বিআরটিসি বাস বন্ধ ঘোষনা করা হয়েছে।
 
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে ভার্চুয়াল কনফারেন্সে বলা হয় ১৫ জুন সন্ধ্যা ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত জেলার সকল দেকানপাট বন্ধ থাকবে। শুধু নিত্যপ্রয়োজনীয় দোকানগুলোতে আওতামুক্ত থাকবে। সেই সাথে রাজশাহীগামী বিআরটিসি বাস বন্ধ ঘোষনা করা হয়েছে।
 
ভার্চুয়াল কনফারেন্সে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম ছাড়াও পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সিভিল সার্জন ডঃ মোঃ নাসির উদ্দীন, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম,  মেহেরপুর জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগ এর যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।
 
এছাড়াও ভার্চুয়াল কনফারেন্সে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, মুজিবণগর উপজেলা অফিসার সুজন সরকার ও সাংবাদিক মোঃ তোজাম্মেল আজম,  মোঃ ফজলুল হক মন্টু, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক মোর্তজা  ফারুক রুপক প্রমুখ।