1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

জামালপুরে বিদ্যুপৃষ্টে শ্রমিকের মৃত্যু

মো: ফরিদুল ইসলাম শেখ ফরিদ, জামালপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ১০, ২০২১, ১০:৩৬ পিএম জামালপুরে বিদ্যুপৃষ্টে শ্রমিকের মৃত্যু
ছবিঃ আগামী নিউজ

জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তাল গাছে উঠে তালের ঢাব পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুল ঘটনাস্থলেই আজিজ(৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন)  দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গ্রামে সুজা মিয়ার বাড়ীর পার্শ্বে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের ছয়ঞ্চা মিয়ার ছেলে বলে জানা যায়।

নিহত আজিজ  বিভিন্ন এলাকায় তাল ব্যবসায়ীদের নিকট তালের ঢাব পেড়ে দেওয়ার  জন্য  দিন মজুর হিসেবে কাজ করে। 

সরিষাবাড়ী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার  মো: মিজানুর রহমান জানান, উপজেলার বীর বড়বাড়ীয়া গ্রামে আনুমানিক বেলা ১.৩০ মিনিটের দিকে তাল গাছের তালেরর ঢাব পাড়তে গেলে তাল গাছের পার্শ্বে পিডিবি’র ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর অসাবধানতাবশত তালগাছের ডাটা লেগে গেলে তালগাছটি বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়ে শ্রমিক আব্দুল আজিজ তাল গাছেই মারা যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছি এবং  নিহতের লাশ উদ্ধারে ব্যর্থ  হয়ই। কিছুক্ষণ  পরে জামালপুর ও শেরপুরের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনিরুজ্জান এর নেতৃত্বে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের যৌথ চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাল গাছ থেকে লাশ উদ্ধার করে সরিষাবাড়ী থানার এস আই বশিরুল আলম এর কাছে হস্তান্তর করি।  নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সরিষাবাড়ী থানা পুলিশ  ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য নিহত শ্রমিকের পরিবারের নিকট লাশ হস্তান্তর করেছেন বলে এস আই বশিরুল আলম আমাদের প্রতিবেদক কে বিষয়টি নিশ্চিত করেন।

আগামী নিউজ/শরিফ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner