1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বাবাকে ভাত দিয়ে বাড়ি ফেরা হলো না আরাফাতের

আব্দুল মজিদ, নাটোর প্রতিনিধি প্রকাশিত: জুন ৪, ২০২১, ০১:০০ পিএম বাবাকে ভাত দিয়ে বাড়ি ফেরা হলো না আরাফাতের
ছবি: আগামী নিউজ

নাটোরঃ বাবা তমালতলা বাজারে আমের আড়তে কাজ করেন। তাই সকাল সাড়ে ৮ টার দিকে বাবার কাছে খাবার পৌঁছে দিয়ে ফিরছিলো দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিশু আরাফাত (৮)। এদিকে তমালতলা মহিলা কলেজ মাঠে মাটিকাটা ভেকু বহনকারী গাড়িতে ভেকু উঠানো হচ্ছিলো। এ সময় গাড়ির ডালার আঘাতে মৃত্যু হয় শিশু আরাফাতের। নিহত আরাফাত বাগাতিপাড়া উপজেলার চকহরিরামপুর এলাকার শাহজাহানের ছেলে।

এ ঘটনায় শিশুর দাদা শহিদুল ইসলাাম দাবি করেন, ভেকু চালক একই এলাকার বাশারের ছেলে বিপুর সাথে তাদের পূর্ব শত্রুতা ছিল। তাই সে ইচ্ছে করেই গাড়ির ডালা ফেলে এমন ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে ওসি সিরাজুল ইসলাম জানান, শিশুটি মৃত্যু খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল রিপোর্ট করা হয়। এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner