1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

আগামী নিউজে খবর প্রকাশের পর হুইল চেয়ার পেলেন পঙ্গু ইদ্রিস আলী

জাহাঙ্গীর আলম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ৬, ২০২১, ০৩:৫৩ পিএম আগামী নিউজে খবর প্রকাশের পর হুইল চেয়ার পেলেন পঙ্গু ইদ্রিস আলী
ছবি: আগামী নিউজ

কুড়িগ্রাম: জেলার ফুলবাড়ীতে পঙ্গু রাজমিস্ত্রির  হুইল চেয়ার পাওয়ার আকুতি খবরটি বুধবার আগামী নিউজ ডটকমে  প্রকাশিত হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব সরওয়ার-ই আলম জীবন এর নজরে আসলে রাতেই আগামী নিউজ ডটকমের কুড়িগ্রাম প্রতিনিধি জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করেন এবং একটি হুইল চেয়ার পাঠিয়ে দেন।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে আগামী নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি ও ফুলবাড়ী প্রেস সেন্টারের সাংবাদিকগন পঙ্গু ইদ্রিস আলীর বাড়িতে গিয়ে হুইল চেয়ারটি হস্তান্তর করেন। হুইল চেয়ার পেয়ে কান্নাজড়িত কণ্ঠে ইদ্রিস আলী ও তার স্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেস সচিবকে অনেক দোয়া করেন। 

এ সময় তারা আরো বলেন, চায় আমাদের মত গরিব মানুষের হুইল চেয়ার দিয়ে চলাচলের ব্যবস্থা  করে দিল তাকে আল্লা ভাল রাখুক। আমরা যতদিন বেঁচে থাকব ততদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহকারী প্রেস সচিবের জন্য দোয়া করে যাব।

উল্লেখ্য, উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কবির মামুদ গ্রামের মৃত ফয়েজ উদ্দিনে ছেলে ইদ্রিস আলী(৩৮) স্ত্রী-সন্তান নিয়ে কোনভাবেই রাজমিস্ত্রি কাজ করে সংসার চলাত। ৫ শতাংশ বসতভিটায় দুই ছেলে নিয়ে কোনভাবে চলে যেত তাদের দিন। ২০২০ সালের ৩ জানুয়ারি ফুলবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের কাজ করতে গিয়ে কেচি গেট কোমরে পড়ে মেরুদন্ডের হাড় ভেঙ্গে যায় ও মাথার পিছন থেকে পা পর্যন্ত প্রবাহিত হওয়া দুইটি রগ ছিড়ে কোমর থেকে নিচ পর্যন্ত অবশ হয়ে পঙ্গুত্ব বরণ করেন। এ নিয়ে বুধবার অনলাইন পত্রিকা আগামীনিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner