1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ধুলোয় ধূসর বাঁশখালীর এই সড়কটি !

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১, ১২:৪৫ পিএম ধুলোয় ধূসর বাঁশখালীর এই সড়কটি !
ছবিঃ আগামী নিউজ

চট্টগ্রামঃ ধুলোয় ধূসর! চোখ মেলে হাঁটাচলা বড় দায়। আর গাড়ি চলাকালীন সময়ে পুরো এলাকা ধুলোয় আচ্ছন্ন হয়ে যায়। বাঁশখালীর পুইছড়ি ইউনিয়নের  পূর্ব পুইছড়ি বশিরা বারি স্টেশন সড়কের এমনই হাল। যদিও জনপ্রতিনিধিরা এ বিষয়ে উদাসীন। দীর্ঘদিন ধরে  এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধির কাছে অভিযোগ করেও কোন প্রতিকার না পাওয়ায় ক্ষোভ বিরাজ করছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহাদাত মার্কেট এলাকা থেকে বশিরা বারি স্টেশন পর্যন্ত সড়কটি খানাখন্দে ভরে গেছে। বালিবাহী ডাম্পার চলাচলের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা। বালি বাহী ট্রাক- ডাম্পার চলাচল বন্ধ না করায় পরিবেশ দূষণ বেড়ে চলেছে পূর্ব পুইছড়িতে।
 
স্থানীয়রা উপয়ান্তর না পেয়ে ধুলোবালিমুক্ত পরিবেশ এবং দ্রুত রাস্তার সংস্কার দাবিতে নাগরিক কমিটির ব্যানারে গত রবিবার (৪ এপ্রিল) মানববন্ধনের আয়োজন করে।
 
এসময় স্বেচ্ছাসেবী সংগঠন একুশে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শামিম উল্লাহ আদিল, ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ আবদু শুক্কুর, আওয়ামীলীগ নেতা শামসুল আলম, ব্যবসায়ী জমির উদ্দিন, যুবলীগ নেতা ফজল কাদের, আহমদ মিয়া, পল্লী চিকিৎসক  ওসমান গণি, কৃষক নেতা নুরুচ্ছবী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
 
মানববন্ধনে বক্তারা বলেন, বাঁশখালীতে পুঁইছড়ি ইউনিয়ন সবচেয়ে অবহেলিত। এই ইউনিয়নে স্বাধীনতার পরবর্তী সময় থেকে  উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রতিটি সড়কের বেহাল দশা। ধুলোবালিযুক্ত রাস্তায় চলাফেরা করতে ভোগান্তির শেষ নেই। স্কুল, কলেজ, মাদরাসা শিক্ষার্থীদের আসা-যাওয়া করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ অনুরোধ- উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ জনগণের কষ্ট লাঘবে ব্যবস্থা নিবেন। এ বিষয়ে বাঁশখালীর এমপি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর আশু হস্তক্ষেপ কামনা করছি।
 
স্থানীয় বাসিন্দা শামিম উল্লাহ আদিল ক্ষোভ প্রকাশ করে বলেন, 'চেয়ারম্যান যায় আর আসে। কিন্তু রাস্তাটির কোন উন্নয়ন হয় না। আমরা কি দেশের বাইরে নাকি? কালের বিবর্তনে সারাদেশের আনাচে-কানাচে উন্নয়নের ছোঁয়া লেগেছে। কিন্তু আমরা পুঁইছড়িবাসী অবহেলিত রয়ে গেলাম।'
 
এ বিষয়ে জানার জন্য পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানুল গণী চৌধুরী প্রকাশ লেদু মিয়ার মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner