1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রাজমিস্ত্রীর ঘরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম 

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২, ২০২১, ০৮:৪৫ পিএম রাজমিস্ত্রীর ঘরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম 
সংগৃহীত

ফেনী: জেলার একটি বেসরকারি হাসপাতালে এক সঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন জান্নাতুল ফেরদৌস নামের এক গৃহবধূ। তার স্বামী পেশায় এক রাজমিস্ত্রী। চার নবজাতকের মধ্যে দুটি মেয়ে ও দুটি ছেলে সন্তান রয়েছে। তারা সবাই সুস্থ রয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) দুপুরে হাসপাতাল থেকে গৃহবধূ ও সন্তানদের বাড়িতে নিয়ে যায় স্বজনরা। 

জান্নাতুলের স্বামী রাজমিস্ত্রী স্বামী ফরহাদ জানান, মঙ্গলবার  প্রসব বেদনা শুরু হলে স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুরস্থ ফেনী প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ল্যাপারোস্কোপি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। ওই রাতেই জান্নাত স্বাভাবিক নিয়মে চার সন্তান প্রসব করেন।

হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. আবদুল কাইয়ুম বলেন, প্রথমে ওই নারীর পেটে তিনটি সন্তান রয়েছে বলে আমরা নিশ্চিত হই। প্রসবকালে তিনি একে একে ৪টি সন্তান প্রসব করেন। সন্তান জন্মদানের পর ছোটখাটো কিছু সমস্যা থাকলেও শুক্রবার তারা পুরোপুরি সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

গৃহবধূ জান্নাতের স্বামী ফরহাদ নোয়াখালীর সেনবাগ উপজেলার তরী গরুকাটা হাজারী বাড়ির বাসিন্দা। 

আগামীনিউ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner