1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মাদারীপুরে হত্যা মামলায় দুইজনের ফাঁসি

মাসুদ রেজা ফিরোজী, মাদারীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২১, ০৫:৫০ পিএম মাদারীপুরে হত্যা মামলায় দুইজনের ফাঁসি
নিহত সাহেদ বেগ। ছবি; সংগৃহীত

মাদারীপুরঃ জেলার রাজৈরের সাহেদ বেগ (৪০) হত্যা মামলায় দুই জন পলাতক আসামির ফাঁসির আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে আদালত মৃত্যুদন্ডের আদেশের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের ইউসুফ আলী মুন্সীর ছেলে সেলিম মুন্সী ও একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে পাভেল শিকদার।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৯ নভেম্বর রাতে লিবিয়া যাওয়ার জন্য টাকা সংগ্রহ করার পরে বাড়ি আসার পথে রাজৈর উপজেলার বাটিয়ারকান্দা গ্রামের খালের মধ্যে সাহেদের লাশ পাওয়া যায়।

নিহতের বড় ভাই মামলার বাদী রফিকুল বেগ বলেন, আমি মামলায় রায়ে খুশি। আমাদের দাবি পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির আদেশ কার্যকর করা হোক।

পিপি সিদ্দিকুর রহমান সিং বলেন, দীর্ঘদিন ধরে মামলাটি বিচারাধীন থাকার পর আজ আদালত দুই আসামির ফাঁসির আদেশ এবং ৫০ হাজার টাকা জারিমানা প্রদান করেছেন। দুই আসামি এখন পলাতক রয়েছেন।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner