1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বগুড়ায় জাপার প্রতিনিধি সভায় হট্টগোল

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৯, ০৮:৩৩ পিএম বগুড়ায় জাপার প্রতিনিধি সভায় হট্টগোল

বগুড়া: বগুড়া জেলা জাতীয় পার্টির (জাপা) প্রতিনিধি সভায় হট্টগোল হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের বনানী এলাকার একটি পর্যটন মোটেলে এ ঘটনা ঘটে।

এ সময় প্রতিপক্ষের হামলায় জাতীয় পার্টির নন্দীগ্রাম উপজেলা সভাপতি নুরুল আমিনের ডান পা ভেঙে গেছে। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সভায় উপস্থিত একাধিক নেতা এসব তথ্য জানিয়েছেন।

তারা জানান, জুমার নামাজের কারণে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নেতাদের বক্তব্য বন্ধ করে কেন্দ্রীয় নেতাদের সুযোগ দেন সভার সঞ্চালক জাপার জেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর। তখন সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম হাত উঁচিয়ে সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে বলেন।

এ সময় জেলা সভাপতি জিন্নাহ এমপির দিকে আঙুল তুলে কথা বলার অভিযোগ এনে শিবগঞ্জ (জিন্নাহর এলাকা) উপজেলার নেতাকর্মীরা শফিকুলের দিকে তেড়ে আসেন।এতে সভা বন্ধ হয়ে যায় এবং হট্টগোল শুরু হয়। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। এরইমধ্যে জেলা যুব সংহতির সভাপতি শাহীন মোস্তফা কামাল ফারুক ও তার লোকজন নন্দীগ্রাম উপজেলা জাপা সভাপতি নুরুল আমিন কে মারধর করেন।

এ প্রসঙ্গে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর জানান, সময় স্বল্পতার কারণে ২৩ সাংগঠনিক কমিটির সবাইকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া যায়নি। এ নিয়ে সভায় হট্টগোল ও বাকবিতণ্ডা হয়েছে।

আগামী নিউজ/আরএম

 

 

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner