1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

স্কুলছাত্রের ঘুষিতে ভ্যানচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২০, ০৯:৫২ পিএম স্কুলছাত্রের ঘুষিতে ভ্যানচালকের মৃত্যু
সংগৃহীত

বরিশাল নগরীর কাউনিয়া পুরানপাড়া এলাকায় স্কুলছাত্রের ঘুষিতে হেলাল উদ্দিন (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্কুলছাত্র মো. সাকিবকে (১৬) গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন পুরানপাড়া এলাকার জালাল মিয়ার ছেলে। গ্রেফতার সাকিব সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের মো. নুরুজ্জামানের ছেলে ও কাউনিয়া শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে পুরানপাড়া এলাকায় তার খালু কামাল উদ্দিনের বাড়িতে থেকে লেখাপড়া করে।

কাউনিয়া থানা পুলিশের সহকারী কমিশনার (এসি) মাসুদ রানা জানান, বিকেলে ওই এলাকায় মার্বেল খেলা নিয়ে দুই দল শিশুদের মধ্যে ঝগড়া হয়। এ সময় সাকিব বিবাদমান একপক্ষের হয়ে অপরপক্ষের সিয়াম (১২) নামে এক শিশুকে মারধর করে।

সেখানে উপস্থিত হন হেলাল উদ্দিন। তিনি শিশুদের ঝগড়ায় সাকিবকে নাক গলাতে নিষেধ করেন এবং সিয়ামকে মারধরের কারণে গালমন্দ করেন। সাকিব এতে ক্ষুদ্ধ হয়ে হেলাল উদ্দিনের ঘাড়ের ডানপাশে ঘুষি মারে। এতে হেলাল উদ্দিন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সাকিবকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসি মাসুদ রানা।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner