1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

খুলনায় ট্রিপল মার্ডারে ব্যবহৃত অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৪, ২০২০, ০৭:১১ পিএম খুলনায় ট্রিপল মার্ডারে ব্যবহৃত অস্ত্র উদ্ধার

নগরীর মশিয়ালীতে ট্রিপল মার্ডারে ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র, দুটি তাজা গুলি ও তিন রাউন্ড ফায়ার্ড কার্তুজ উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

হত্যাকাণ্ডের ১৮ দিন পর এ অস্ত্র উদ্ধার করা হয়েছে। কেএমপির মুখপাত্র এডিসি কানাই লাল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রোববার রাতে অভিযান চালিয়ে খানজাহান আলী থানার ট্রিপল হত্যা মামলার আসামি মো. জাফরিন শেখের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী অভিযান চালিয়ে তাদের বাড়িতে ঢোকার প্রাচীরের পূর্ব পাশের শেখবাড়ির কবরস্থানে তিন রাউন্ড ফায়ার্ড কার্তুজ, সরদার বাড়ির পিছনে পশ্চিম দিকে রেইনট্রি গাছসংলগ্ন ডোবায় একটি প্লাস্টিকের বাজার করার ব্যাগের মধ্যে থেকে পলিথিনে মোড়ানো দুইটি দেশীয় ওয়ান শুটারগান, দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

জাফরিন শেখ (৩২) বহুল আলোচিত মশিয়ালী গ্রামের হত্যা মামলার অন্যতম আসামি। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক এনামুল হক।

উল্লেখ্য, গত ১৬ জুলাই রাতে ইস্টার্নগেটে নিরীহ গ্রামবাসীকে উদ্দেশ্যে করে অতর্কিত গুলিবর্ষণ করে স্থানীয় সন্ত্রাসী শেখ জাকারিয়া, মিল্টন ও জাফরীন এবং তাদের সহযোগীরা। গুলিতে তিনজন নিহত হন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে একজন নিহত হন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner