1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সালথায় প্রতিপক্ষের হামলা ভাঙচুর-লুটপাট

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩, ২০২০, ০৫:২৪ পিএম সালথায় প্রতিপক্ষের হামলা ভাঙচুর-লুটপাট
সংগৃহীত ছবি

ফরিদপুরের সালথা উপজেলার গোট্টি ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ী ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোট্টি ইউনিয়নে আড়–য়াকান্দি ও ভাবুকদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।সালথা থানার ওসি মোহাম্মদ আলী জিন্না জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন ধরেই ছোট ছোট সংঘর্ষ হয়। এরই সূত্রধরে শুক্রবার সকালে পূনরায় হামলার ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে নিয়ন্ত্রণ আনে। তবে হামলা ও লুটের বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

হামলায় ক্ষতিগ্রস্থ জামাল মাতুব্বর জানান, উপজেলা চেয়ারম্যান ওয়াদুত মাতুব্বরের সমর্থকেরা গ্রামের জাহাঙ্গীর ব্যাপারী, জামাল মাতুব্বর, রুহুল শেখ, মাইনুদ্দিন শেখ, আজগার মোল্লা,  লুৎফর শেখের বাড়ীতে হামলা-ভাঙচুর ও লুটপাট করে। তিনি বলেন, আগের দিন (বৃহস্পতিবার) হামলার ঘটনায় গ্রাম পুরুষ শুন্য ছিলো, এই সুযোগেই ওরা আমাদের সব কিছু লুটে নিয়ে যায়।

হামলার বিষয়ে সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুত মাতুব্বরের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

আগামীনিউজ/রুবেল/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner