1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাটে ঢাকামুখি মানুষের ঢল

মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: মে ২৯, ২০২০, ০২:১৮ পিএম কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাটে ঢাকামুখি মানুষের ঢল
ছবি সংগৃহীত

মাদারীপুর: ঈদের ছুটি শেষে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ বেড়েছে। 

শুক্রবার (২৯ মে) বেলা বাড়ার সাথে সাথে ঢাকামুখি যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। সবকিছু উপেক্ষা করে গাদাগাদি করে যাত্রী পারাপার হচ্ছে ফেরিতে। অতিরিক্ত ভিড় থাকায় শারীরিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না। গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা মোটরসাইকেল, মাইক্রোবাস, ইজি-বাইকসহ বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাচ্ছে গন্তব্যে।

এদিকে, সকাল থেকে ১৪ টি ফেরি দিয়ে সার্ভিস সচল রাখা হয়েছে ঘাটে। ফেরিগুলোতে জরুরি এ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, কাঁচামাল ও পণ্যবাহী ট্রাকের চাপ বেশি। তবে কর্মক্ষেত্রে ফেরার জন্য মানুষের ভিড় চোখে পরার মতো ছিল। দেখা যায়, যাত্রীর চাপে যানবাহন কম নিয়েই ফেরি চলছে।

এ প্রসঙ্গে বিআইডব্লিউটিসির কাঠালবাড়ি ঘাট ম্যানেজার মো. আলীম মিয়া বলেন, সরকারের নির্দেশনা জনগণ মানছেন না। ফেরিতে যানবাহন তোলার পর জনগণের চাপে এক ইঞ্চি জায়গাও থাকছে না।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner