1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩, ২০২৩, ০৭:৫৫ পিএম চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে জমিতে কৃষি কাজ করার সময় দুই কৃষকসহ বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই) সকালে বৃষ্টির সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।

 

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জহিরুল ইসলাম, রহনপুর পৌরসভার পৌর এলাকার হটাৎপাড়া মহল্লার আজিজুল হকের ছেলে শরিফুল ইসলাম ও ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের চামা মুশরিভুজা গ্রামের আনোয়ার হোসেন।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ও ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তারা জানান, সকালে সদর উপজেলার ইসলামপুরের তেররশিয়া এলাকায় জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন জহিরুল। স্থানীয়দের সহায়তায় তার পরিবারের লোকজন উদ্ধার করে তাকে ২৫০ শয্যা  বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। এসময় তার শারিরীক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুরে নিজ বাড়িতে অবস্থানের সময় বজ্রপাত হলে শরিফুল ইসলাম জ্ঞান হারায়। পরে তার পরিবারের সদস্যরা গোমস্তাপুর (রহনপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে, হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এছাড়া ভোলাহাট উপজেলার চামা-মুশরিভুজা এলাকায় মহানন্দা নদীর তীরে জমিতে কৃষি কাজ করার সময় আনোয়ার হোসেন নামে এক বৃদ্ধ বজ্রপাতে মারা গেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ বুঝিয়ে দিয়েছে গোমস্তাপুর থানা পুলিশ।

ফয়সাল আজম অপু/এমআইসি 

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner