1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বাবা-মায়ের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে করে ছেলের বিয়ে

জেলা প্রতিনিধি,মাদারীপুর প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২২, ০৭:৩৮ পিএম বাবা-মায়ের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে করে ছেলের বিয়ে

 

মাদারীপুরঃ বাবা মায়ের নিজের সন্তানের জন্য অনেক কিছুই ভেবে থাকেন। ছোট বেলা থেকেই সন্তানকে নিয়ে দেখেন অনেক স্বপ্ন। এমনি এক বাবা-মায়ের স্বপ্ন ছিলো তার ছেলে বড় হয়ে বিয়ে করতে যাবে হেলিকপ্টারে চড়ে। বড় হয়ে তাদের সেই স্বপ্ন পূরণ করলেন ছেলে। বিয়ে করতে গেলেন হেলিকপ্টারে চড়ে। 

মাদারীপুরের সদর উপজেলার দুধখালি ইউনিয়নের উত্তর দুধখালি গ্রামের ইদ্রিস আলী তালুকদারের ছেলে দাদন তালুকদার। পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। দায়িত্বে আছেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ধানমন্ডি শাখার অফিসার পদে। আট ভাইবোনের মধ্যে দাদন ৫ম এবং ভাইদের মধ্যে ছোট। বড় হয়ে বাবা মায়ের সেই ইচ্ছে পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বাবাকে সাথে নিয়ে বিয়ে করতে যান ঢাকা শহরের মিরপুর ১০ নম্বর এলাকায়। কনে মিরপুর ১০ নম্বার এলাকার আল মাসুদের মেয়ে রুমানা শবনব। কনে রুমানা শবনব মিরপুর সরকারি বাংলা কলেজে, রসায়ন বিভাগের প্রভাষক।

শুক্রবার  (২৮ অক্টোবর) সকাল সাড়ে এগারোটার দিকে হেলিকপ্টারে চরে কনের বাড়িতে যান দাদন তালুকদার। তবে বাকি বরযাত্রীরা যান গাড়িতে চড়ে।

বিয়ে শেষে করে পাত্রী নিয়ে ফিরেন দুপুর ১টার দিকে। হেলিকপ্টারটি  দুপুরে দাদন তালুকদারের বাড়ির সামনে ছোনখোলা স্কুল মাঠে নামলে হাজার হাজার উৎসুক জনতা হেলিকপ্টার দেখতে ভিড় জমায়।

স্থানীয় বাসিন্দা কাদের ফকির বলেন, আমাদের এই এলাকায় এর আগে কেউ কখনো হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে যায়নি। আমরা কাছাকাছি থেকে হেলিকপ্টার এই প্রথম দেখলাম। আমাদের অনেক ভালো লেগেছে।

বরের মেজো ভাই শাহীন বলেন,আমার ছোট ভাই বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য বিয়ে করে হেলিকপ্টার দিয়ে বউ নিয়ে এসেছেন। আমাদের সবার চেষ্টায় আজ আমার ছোট বাবা মায়ের স্বপ্নটা পূরণ করেছে। এতে আমরা অনেক আনন্দিত।

কনে রুমানা শবনব বলেন, আমি আসলেই বিস্মিত হয়েছি। তাছাড়া এলাকার লোক আমাদের যে ভালবাসা দিয়েছে এ কারণে আমি এলাকার লোকজনের প্রতি চিরকৃতজ্ঞ।

বর দাদন তালুকদার বলেন,  আমার বাবা-মা চাইতেন আমি হেলিকপ্টারে চড়ে বিয়ে করি। বাবা-মায়ের স্বপ্ন পূরণের জন্য আমি হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছি। ১ ঘণ্টার জন্য ১ লাখ টাকায় ভাড়া করা হয়েছে হেলিকপ্টারটি। তবে টাকা যাই হোক, আমার মা বাবার স্বপ্ন পূরণ হয়েছে এটাই আমার জীবনের বড় পাওয়া।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner