1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হত্যার হুমকি, সেই শ্যামলের বিরুদ্ধে জিডি

জেলা প্রতিনিধি, গাইবান্ধা: প্রকাশিত: জুলাই ২১, ২০২২, ০৭:১৭ পিএম সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হত্যার হুমকি, সেই শ্যামলের বিরুদ্ধে জিডি

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রেনের টিকেট কালোবাজারি করে অধিক দামে টিকেট বিক্রি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সাংবাদিক রাশেদুল ইসলাম রাশেদকে হত্যার হুমকির ঘটনায় থানায় জিডি করা হয়েছে।

গত বুধবার রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নেপাল চন্দ্র রায়ের ছেলে শ্যামল চন্দ্র রায়ের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে সাংবাদিক রাশেদ। তিনি উপজেলার পশ্চিম বৈদ্যনাথ গ্রামের মল্লিক উদ্দিনের ছেলে ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার এবং সাপ্তাহিক নতুন বাংলার সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে ঈদকে কেন্দ্র করে ঢাকা গামী ট্রেনের টিকেট কালোবাজারি করে অধিক দামে বিক্রি করে আসছে শ্যামল। টিকেট কালোবাজারির বিষয়টি যাচাই বাছাই করে তথ্য প্রমাণের ভিত্তিতে ট্রেনের টিকেট কালোবাজারির নেপথ্যে শ্যামল শিরোনামে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক রাশেদ। সংবাদের পর গত ১৩ জুলাই শ্যামল চন্দ্র ০১৭৬৭১১৫৭৭১ নম্বর থেকে সাংবাদিক রাশেদের ব্যবহৃত মুঠোফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেন।

পরে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা ও ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরী (জিডি) করেন সাংবাদিক রাশেদ। হুমকির ঘটনায় জেলায় কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন।

জিডির বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ আজিজ বলেন, ‘সাংবাদিক রাশেদকে হুমকির অভিযোগে একটি জিডি হয়েছে। এবিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জিডির কপি আদালতে প্রেরণ করা হয়েছে।’

সুদীপ্ত শামীম/এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner