1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

‘‘নেতারা যেমন পূজা উদ্বোধন করেন, সাকিবও তা-ই করেছেন’’

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২০, ০৬:৪৬ পিএম ‘‘নেতারা যেমন পূজা উদ্বোধন করেন, সাকিবও তা-ই করেছেন’’

ঢাকাঃ সাকিব আল হাসানের পূজায় অংশগ্রহণের প্রসঙ্গে ডয়চে ভেলে বাংলার সাপ্তাহিক ইউটিউব টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়'-এর এবারের পর্বে এমনটাই বললেন ডাকসুর সাবেক ভিপি মোহাম্মদ নূরুল হক নূর৷
ডয়চে ভেলে বাংলার সাপ্তাহিক ইউটিউব টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়'-এর এবারের পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবং ডাকসুর সাবেক ভিপি মোহাম্মদ নূরুল হক নূর৷ এবারের আলোচনার প্রশ্ন ছিল রাজনৈতিক সুবিধা পেতে কি ধর্মকে ব্যবহার করা যায়?

নূরুল হক নূরের প্রতি সঞ্চালক প্রশ্ন রাখেন, তাঁর আন্দোলন ও রাজনৈতিক সক্রিয়তা ইস্যুনির্ভর কিনা৷ কারণ সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসানের কলকাতায় একটি পূজা উদ্বোধন করতে যাওয়া ও এরপর এক ব্যক্তির তাঁকে মৃত্যুর হুমকি দেওয়ার ঘটনায় নূর নীরব ছিলেন৷

এর জবাবে নূর বলেন, ‘‘আমি এই হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷ আমি উদ্বিগ্ন যে সমাজ হিসাবে আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছেছি৷ সাকিবের মতো একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় সকল ধর্মের মানুষের কাছেই প্রিয়৷ আমাদের দেশের প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতারা যেমন পূজায় ঘুরে মণ্ডপ উদ্বোধন করেন,  সাকিবও কলকাতায় গিয়ে তা-ই করেছেন৷ তারপর তাঁকে যে হুমকি দেওয়া হয়েছে, সেটা উগ্রতার প্রকাশ৷''

তিনি নিজে এমন কোনো পূজায় অংশগ্রহণ করবেন কি না এবিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে নূরুল হক নূর বলেন, ‘‘আমি যাব না কেন, আমি তো আগেই গিয়েছি৷ জগন্নাথ হলের সরস্বতী পূজায় গেছি, অন্যদের মণ্ডপ ঘুরিয়ে দেখিয়েছি৷''

আগামীনিউজ/প্রভাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner