1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

আফগানদের বিপক্ষে যেমন হতে পারে সাকিবদের একাদশ

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩, ০৯:৩৭ এএম আফগানদের বিপক্ষে যেমন হতে পারে সাকিবদের একাদশ
ফাইল ছবি

ঢাকাঃ নিজেদের পছন্দের ফরম্যাটেই চলমান এশিয়া কাপ ও আসন্ন ভারত বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। তবে টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতির সবচেয়ে ভালো মঞ্চ হতে পারত এশিয়া কাপ আসর। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার তাদের সেই দৌড় কঠিন করে তুলেছে। সাকিব আল হাসানদের সামনে তাই আর জয়ের কোনো বিকল্প। আফগানিস্তানের সঙ্গে ম্যাচটি বাঁচা-মরার, তবে একইসঙ্গে আরও সমীকরণ মেলাতে হতে পারে টাইগারদের। 

লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের ওপেনিং অর্ডার ছিল একেবারেই অনভিজ্ঞ। তরুণ প্রতিভা তানজিদ হাসান তামিম নেমেছিলেন একেবারে কোনো আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা ছাড়াই। আগে চারটি ওয়ানডে ম্যাচ খেলা নাঈম শেখও উইকেট বিলিয়ে এসেছেন ম্যাচটিতে। এরপর নিয়মিত বিরতিতে বাংলাদেশের টপ অর্ডারও ধসে পড়ে। যার কারণ হিসেবে শুরু ধাক্কাটাকে বড় বলে দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। সে কারণে আফগানদের বিপক্ষে ওপেনিংয়ে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।


শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে এই ম্যাচে। ওপেনিং পজিশনে নাঈম শেখের পরিবর্তে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। ডেঙ্গু জ্বরের কারণে ছিটকে পড়া লিটন দাসের বদলে তাকে হঠাৎই এশিয়া কাপ দলে ডাক দেওয়া হয়। এছাড়া যথারীতি ওপেনিংয়ে থাকবেন তানজিদ তামিম। তিন নম্বরে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়ের জায়গা ফাঁকা।

আগের ম্যাচেও ছয় নম্বরে খেলেছিলেন মুশফিকুর রহিম। যদিও তাকে এত পরে নামানো নিয়ে সমালোচনা হয়েছিল। কারণ তার আগে নামা শান্ত ছাড়া বাঁ-হাতি ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারছিলেন না। আফগানদের বিপক্ষে সাত নম্বরে দেখা যেতে পারে আফিফ হোসেন ধ্রুবকে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শেখ মেহেদী। আটে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। নয়ে হাসান মাহমুদ, বিশ্রামে থাকতে পারেন মুস্তাফিজুর রহমান। দশে শরীফুল ইসলাম এবং এগারোতে তাসকিন আহমেদ।


আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner