1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বাংলাদেশের অনেকে ৪০-৬০ করলেই খুশি : ম্যাকেঞ্জি

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ০৯:১৩ পিএম বাংলাদেশের অনেকে ৪০-৬০ করলেই খুশি : ম্যাকেঞ্জি

ঢাকা : বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সফরে যাননি ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। কিন্তু ব্যাটসম্যানদের নিদারুন ব্যর্থতা তাঁকে দারুনভাবে ভাবাচ্ছে। রবিবার (২৬ জানুয়ারি) মিরপুরে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছিলেন ম্যাকেঞ্জি। তিনি জানিয়েছেন, বাংলাদেশ দলের অনেকেই নাকি পরের ম্যাচ খেলতে পারলেই খুশি থাকে। ‘নিয়মিত ভালো খেলতে চাইলে আরো ক্ষুধার্ত হতে হবে। অধিকাংশ সময় পরের ম্যাচ খেলতে পারলেই খুশি থাকে এরা। যদি ৪০ বা ৬০ করে তাহলেই হলো। এটা ভুল মানসিকতা। আমি চাই এ খেলোয়াড়েরা বিশ্বের সেরা হোক অথবা অন্তত দলের সেরা ব্যাটসম্যান হোক। আমি এটাই ওদের মাথার মধ্যে ঢোকাতে চাই। আমার মনে হয় একটু হলেও উন্নতি হচ্ছে। কিন্তু ব্যাপারটা এখনো পর্যন্ত কিছুটা হতাশাজনক।’ বলেন ম্যাকেঞ্জি।

ব্যাটসম্যানদের মধ্যে উন্নতি আনার জন্য খানিকটা সময় চাইছেন ম্যাকেঞ্জি। তিনি চাইছেন নতুনদের বাজিয়ে দেখতে। কিছুদিন পরপর নতুন খেলোয়াড় এনে দ্রুত তাদের বাদ দেওয়ার পক্ষপাতী নন ম্যাকেঞ্জি। তিনি বলেছেন, ‘আমি এখানে আসার পর অনেক খেলোয়াড়কে আনা হয়েছে আবার বাদও দেয়া হয়েছে। আমার এতটা তাড়াহুড়া পছন্দ নয়। কেউই এসে চমকে দিতে পারছে না। আমাদের নাঈমের মতো কাউকে দরকার। ভারতে একটা আশি রানের ইনিংস খেলেছে। প্রথম দিন ওর মাঝে জড়তা ছিল, তবু চল্লিশের ওপর করেছে। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের আরেকটু নিয়মিত পারফর্ম করতে হবে।’

কিভাবে ব্যাটসম্যানরা আরো ভালো করতে পারেন এ নিয়ে টোটকাও দিয়েছেন ম্যাকেঞ্জি, ‘আমি চাই দলকে জেতানোর জন্য ওদের কেউ স্বার্থপর হোক। নিজের জন্য নয়। স্বার্থপর হতে হবে ইনিংস ছুড়ে ফেলে দিয়ে না আসার ক্ষেত্রে। যদি ৮০ করতে পারি, তবে সেটাকে কেন এক’শ করব না, বা ১৪০ বা দুই’শ বানাব না।’

আগামীনিউজ/আরবি/এস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner