1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নিউজিল্যান্ডে কোহলিদের ‘বিরাট’ জয়

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ০৫:৪৪ পিএম নিউজিল্যান্ডে কোহলিদের ‘বিরাট’ জয়
ছবি সংগৃহীত

ঢাকা : নিউজিল্যান্ডে জয়ের ধারা অব্যাহত রেখেছে সফরকারি ভারত। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে টানা দ্বিতীয় জয় তুলে নিল বিরাট কোহলির দল। ৭ উইকেটের এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। বুধবার হ্যামিলটনে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’ দল।

আগে ব্যাট করতে নেমে ১৩৩ রানের মাঝারি মানের পুঁজি পায় নিউজিল্যান্ড। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। শুরুতেই ফিরে যান মারকুটে রোহিত শর্মা (৮)। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে টিম সাউদির শিকার হন তিনি।

সুবিধা করতে পারেননি অধিনায়ক বিরাট কোহলিও। ১২ বলে ১১ রান করে সাউদির বলে টিম সেইফার্টের হাতে ধরা পড়েন বিরাট। দলীয় ৩৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও দলকে উদ্ধার করেছিলেন লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার। 

৮৬ রানের জুটি গড়ে দলকে জয় উপহার দেন তারা। ৩৩ বলে ৪৪ রান করে আইয়ার আউট হলেও জয় নিয়েই মাঠ ছাড়েন রাহুল। তার ব্যাটে ১৭.৩ ওভারেই ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ৫০ বলে ৫৭ রান নিয়ে অপরাজিত থাকেন রাহুল।

নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ২০ রান দিয়ে শিকার করেন ২টি উইকেট। এছাড়া বাকি ১ উইকেট নেন ইশ সোদি।

রবিবার (২৬ জানুয়ারি) অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে আগে ব্যাটিং বেছে নিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। 

ব্যাট করতে নেমে দারুন শুরু করে নিউজিল্যান্ড। প্রথম ওভারেই স্কোর বোর্ডে ১৩ রান জমা করে স্বাগতিক ওপেনাররা। ৪৮ রানের জুটি গড়ে বিদায় নেন গাপটিল। ষষ্ঠ ওভারে শার্দুল ঠাকুরের বলে বিরাট কোহালির তালুবন্দি হওয়ার আগে ২০ বলে ৩৩ রান করেন তিনি।

গাপটিল আউট হতেই ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন। ১৩ ওভারের মধ্যে ৩ উইকেট হারায় কিউইরা। শিবম দুবের বলে ফিরে যান কলিন মুনরো। বিদায়ের আগে ২৬ রান করেন তিনি। অধিনায়ক কেন উইলিয়ামসনও হাল ধরতে পারেননি। ১৪ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হন তিনি। এরপর গ্রান্ডোমকে আউট করে স্বাগতিকদের চাপে ফেলেন জাদেজা।  

পঞ্চম উইকেটে রস টেইলর খানিকটা ধরে খেললে বল নষ্ট করেছেন অনেক বেশি। আগের ম্যাচে ৫৪ রানে অপরাজিত থাকা টেইলর এই ম্যাচে করেছেন ২৪ বলে ১৮ রান! শেষদিকে টিম সেইফার্টের ব্যাটে তিন অঙ্ক স্পর্শ করে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ২৬ বলে ৩৩ রানে।

ভারতের হয়ে জাদেজা ১৮ রানের বিনিময়ে শিকার করেন ২টি উইকে।  এছাড়া একটি করে উইকেট পেয়েছেন ঠাকুর, বুমরাহ ও দুবে।

আগামীনিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner