1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মরা-বাঁচার ম্যাচে বিকালে মরিশাসের মুখোমুখি সিশেলেস

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২০, ০১:৫৩ পিএম মরা-বাঁচার ম্যাচে বিকালে মরিশাসের মুখোমুখি সিশেলেস
ফাইল ছবি

ঢাকা : ‘এ’ গ্রুপ থেকে এরইমধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ ও ফিলিস্তিন। আর ‘বি’ গ্রুপ থেকে শেষ চারে উঠেছে বুরুন্ডি। চতুর্থ সেমিফাইনালিস্ট দল কোনটি? জানা যাবে আজই। সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৫টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে মরিশাসের মুখোমুখি হবে সিশেলেস। এই ম্যাচে জয়ী দলই পাবে সেমির টিকেট।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেসরকারি চ্যানেল আরটিভি।

এই ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা মরার লড়াইয়ে পরিণত হয়েছে। কারণ দুই দলই গ্রুপ পর্বে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট বুরুন্ডির কাছে হেরে গেছে। দুই জয়ে ইতোমধ্যে ‘বি’ গ্রুপ সেরা হিসেবে শেষ চারে স্থান করে নিয়েছে বুরুন্ডি।

কালকের ম্যাচের বিজয়ী দল গ্রুপ রানার আপ হিসেবে সেমি-ফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মোকাবেলা করবে। আগামী ২২ জানুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে প্রথম সেমি-ফাইনাল।

গ্রুপের প্রথম ম্যাচে মরিশাস ১-৪ গোলে বুরুন্ডির কাছে পরাজিত হযেছে। গ্রুপের অপর ম্যাচে একই দলের কাছে ১-৩ গোলে হেরেছে সিসেলেস।

আগামী নিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner