1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

‘ব্রাজিলের বিশ্বকাপ জেতার এখনই সময়’

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০২২, ১২:৩৭ পিএম ‘ব্রাজিলের বিশ্বকাপ জেতার এখনই সময়’

ঢাকাঃ ২০০২ সালে সর্বশেষ সোনালি ট্রফিটা হাতে পেয়েছিল ব্রাজিল। যেটা ছিল তাদের পঞ্চম বিশ্বকাপ শিরোপা। এরপর তারকা খেলোয়াড় বের হলেও জেতা হয়নি ষষ্ঠ ট্রফি। এবার কাতারের মঞ্চে সেই হতাশা তাড়িয়ে নেইমাররা করবেন চ্যাম্পিয়ন উৎসব। যেমনটা মনে করছেন ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের অন্যতম সদস্য রর্বাতো কার্লোস। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি।

কার্লোস বলেন,  ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্রাজিলের এখন দারুণ একটি দল রয়েছে। বিশ্বকাপ জেতার এখনই সময়। কারণ আমাদের শিরোপা জেতা সবশেষ ছবিটি সেই ২০০২ সালের। আমি খুবই আশাবাদী। যদিও বিশ্বকাপ জেতা সহজ নয়।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের পর ব্রাজিল দল অনেক ভালো খেলেছে। কিন্তু শিরোপা ঘরে তুলতে পারেননি। কোপা আমেরিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে বারজিলের জন্য বিশ্বকাপের গুরুত্ব বেশি, এর স্বাদই ভিন্ন। আর এই মুহূর্তে ব্রাজিল দলটি খুব ভালো।’

এসময় নিজেদের ফেবারিট ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘ইউরোপের সংবাদমাধ্যমগুলো ব্রাজিলকে ফেবারিট হিসেবেই রাখে। এটি বড় বিষয়। সেদিন লুইস এনরিকেও এ কথা বলেছেন। আপনি অন্য যে কোচকেই জিজ্ঞেস করবেন, ফেবারিট হিসেবে ব্রাজিলকে সেরা চারের মধ্যেই রাখবে। ভালো প্রস্তুতি নিলে ব্রাজিল এবার জিতবে।’

২১ নভেম্বর থেকে বিশ্বকাপ শুরু। এবার গ্রুপ পর্বে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সুইজারল্যান্ড, সার্বিয়া আর ক্যামেরুনকে। তিন দলের মধ্যে সুইসরা একটু শক্ত প্রতিপক্ষ। তবু ব্রাজিল বিবেচনায় ধারেকাছেও নেই। তবে গ্রুপ পর্বের বাধা পেরোলেই হয়তো কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে ব্রাজিলকে। যেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখিও পড়ার সম্ভাবনা। তবে তিতের এই ব্রাজিলকে নিয়ে ইউরোপে বেশ শোরগোল।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner