1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

যে কারণে তিন ধাপে পাকিস্তান সফর করবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০, ০৯:৫৭ এএম যে কারণে তিন ধাপে পাকিস্তান সফর করবে বাংলাদেশ

ঢাকা : আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের মধ্যস্থতায় বাংলাদেশের পাকিস্তান সফরের জটিলতা কেটে গেছে। বাংলাদেশ দল তিন ধাপে পাকিস্তানে গিয়ে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট এবং একটি ওয়ানডে খেলবে। প্রথম ধাপটা শুরু হবে চলতি মাসের শেষ সপ্তাহে। তিন ধাপে বাংলাদেশকে খেলতে হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। কিন্তু তিন ধাপে পাকিস্তান সফর নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীও দুবাইয়ের সভায় ছিলেন। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সাধারণত দুই টেস্টের মাঝে একটা বিরতি থাকে। এখানে দুই টেস্টের মাঝে একটা লম্বা বিরতি আছে, প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট হচ্ছে প্রায় দেড় মাস পর। স্বাভাবিক সূচি এভাবে হয় না। আমরা প্রায় দেড় মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি। মাঝে জিম্বাবুয়ে সিরিজ ছাড়া কিছু নেই। তখন ওয়ার্মআপেরও দরকার আছে। দেড় মাস পর যে ওয়ানডে আছে সেখানে ওরা একটি ওয়ানডে রাখতে অনুরোধ করেছে। আমরা সেটা মেনে নিয়েছি। আইসিসিও সেটা ইতিবাচকভাবে নিয়েছে।’

টেস্টের ওয়ার্মআপের জন্য ওয়ানডের প্রয়োজন কতটা সেটা নিয়েও প্রশ্ন উঠতে পারে। তবে বাংলাদেশকে তিনবার আতিথেয়তা দিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ব্যয় বেড়ে যাবে। সেই ঘাটতি পুষিয়ে নিতেই বাড়তি একটা ওয়ানডে খেলতে হবে বাংলাদেশকে। বারবার পাকিস্তান সফর করায় খেলোয়াড়রা কি খেলায় মনোযোগ ধরে রাখতে পারবে?

নিজামউদ্দিন জানিয়েছেন, পাকিস্তান সফরটা হচ্ছে বিশেষ প্রেক্ষাপটে, ‘আমরা মনে করছি না এটা জটিল সূচি। এটাও ঠিক যে আমাদের সূচি কখনো এভাবে হয়নি। আমরা বারবার বলেছি যে সংক্ষিপ্ত সময়ের জন্য সফর করব। আমরা উপযুক্ত সময়ের কথা বলেছি। এটাই আমাদের সবচেয়ে উপযুক্ত সময় মনে হয়েছে। সরকারও আমাদের সেভাবে ছাড়পত্র দিয়েছে। একটা সফর এভাবে হয় না। তবে এটা হচ্ছে বিশেষ প্রেক্ষাপটে।’

আগামী নিউজ/ আরবি/ হাসি/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner