1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

দেশে ফিরেছে ইতিহাসগড়া নারী ক্রিকেট দল

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০১:১৩ পিএম দেশে ফিরেছে ইতিহাসগড়া নারী ক্রিকেট দল
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ অবশেষে দেশে এসে পৌঁছেছে জাতীয় নারী ক্রিকেট দল। বুধবার (১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকায় এসে পৌঁছায় নিগার সুলতানা জ্যোতিরা। প্রায় তিনদিনের লম্বা ভ্রমণ শেষে তারা দেশে ফিরেছেন। বিষয়টি জানিয়েছেন বিসিবি নারী ক্রিকেট উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।

এর আগে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় তাদের দেশে ফেরা অনিশ্চয়তায় পড়েছিল। তবে দেশে ফিরলেও বাড়ি ফিরতে পারবেন না দলের কেউই। একটি পাঁচতারকা হোটেলে বাধ্যতামূলক ৫ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে পুরো দলকে।

এদিকে আফ্রিকায় ওমিক্রন ছড়িয়ে পড়ায় বাতিল হয়ে যায় ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব। তবে বাছাই পর্ব বাতিল হলেও র্যাং কিংয়ে পাঁচ নম্বরে থাকায় প্রথমবারের মতো ৫০ ওভারের বিশ্ব আসর খেলা নিশ্চিত করেছে টাইগার মেয়েরা।

এরপর গত ২৮ নভেম্বর দেশের উদ্দেশে রওনা হয়েছিল জাতীয় নারী ক্রিকেট দল। জিম্বাবুয়ে থেকে নামিবিয়া হয়ে ওমানের মাসকাট থেকে দেশে ফিরতে সক্ষম হন তারা।

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে নিজেদের মিশন শুরু করে বাংলাদেশ। এর পরের ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারায় তারা। পরের ম্যাচে বৃষ্টি আইনে থাইল্যান্ডের কাছে হেরে যায় লেডি টাইগাররা। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলার আগেই করোনায় বাতিল হয়ে যায় বাছাই পর্ব।

উল্লেখ্য, আগামী বছর নিউজিল্যান্ডে বসবে নারীদের ওয়ানডে বিশ্বকাপের আসর। যেখানে প্রথমবারের মতো বড় টুর্নামেন্টে খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner