
ঢাকাঃ রানের খাতা না খুলেই উইকেট হারাল নিউজিল্যান্ড। প্রথম ওভারেই সাফল্য পেলেন নাসুম আহমেদ। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে নাসুমের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন কিউই ওপেনার রাচিন রবীন্দ্রকে।
এরপর নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে নাসুম ফেরান নিউজিল্যান্ডের আরেক ওপেনার ফিন অ্যালানকেও। ২.৪ ওভারে মাত্র ১৬ রানে দুই ওপেনারের উইকেট হারায় সফরকারীরা।
চলতি সিরিজের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে একটি জয়ও ছিল না টাইগারদের। হঠাৎ করে টানা দুই ম্যাচে জয় পেল বাংলাদেশ দল। প্রত্যাশিত জয়ে প্রথমবারের মতো দেশটির বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ দুয়ারে।
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার বিকাল ৪টায় শুরু হয় চতুর্থ টি-টোয়েন্টি। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
এ ম্যাচ জিতলেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম এই ফরম্যাটে সিরিজ জয় করবে বাংলাদেশ।