1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মার্চ ৮, ২০২১, ০১:৫০ পিএম শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ নির্ধারণী এই ম্যাচে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে ক্যারাবিয়ানরা।

সোমবার অ্যান্টিগায় টস জিতে ব্যাটিং করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৩১ রান করে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল শ্রীলঙ্কা। ২৭ রানে ৩ আর ৪৬ রানে ৪ ব্যাটসম্যানকে হারিয়ে বসে তারা। সেখান থেকে দলকে টেনে তুলেন দিনেশ চান্দিমাল আর আসেন বান্দারা।

পঞ্চম উইকেটে ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। চান্দিমাল ৪৬ বলে ৩ বাউন্ডারিতে অপরাজিত থাকেন ৫৪ রানে। বান্দারা ৩৫ বল খেলে ৩ চার আর ২ ছক্কায় করেন হার না মানা ৪৪ রান।

ক্যারিবিয়ানদের হয়ে ১টি করে উইকেট নেন ফ্যাবিয়ান অ্যালেন, কেভিন সিনক্লিয়ার, জেসন হোল্ডার ও ওবেড ম্যাককয়।

লক্ষ্য তাড়া করতে নেমে লেন্ডল সিমন্স-এভিন লুইসের ব্যাটে দারুণ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ২১ রানে লুইস আউট হলে দলীয় ৩৭ রানে ভাঙে ওপেনিং জুটি। এরপর থেকে নিয়মিত বিরতি থেকে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। সিমন্স সর্বোচ্চ ২৬ রান করেন।

লঙ্কান ঘূর্ণিতে ১০০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক পোলার্ড ফেরেন ০ রানে। ক্রিস গেইলের ব্যাট থেকে আসে ১৩ রান। নিকোলাস পুরান সাজঘরে ফেরেন ২৩ রান করে। দলকে জয় এনে দিয়ে মাঠ ছেড়েছেন হোল্ডার-ফ্যাবিয়ান অ্যালেন। হোল্ডার ১৪ ও অ্যালেন ২১ রান অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন লকসন সান্দাকান। ২টি করে উইকেট নেন দুশমানথা চামিরা ও হাসারাঙ্গা ডি সিলভা।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner