1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শেষ মুহূর্তের জোড়া গোলে ইরানের জয়

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২, ০৬:৩৫ পিএম শেষ মুহূর্তের জোড়া গোলে ইরানের জয়

ফুটবল বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল ইরান এবং ওয়েলস। তবে ম্যাচের মূল সময়ে কোনো দলই পারেনি গোল করতে। যে কারণে ম্যাচের অতিরিক্ত সময়ের দুই গোলে জয় পায় ইরান। ফলে ম্যাচ হেরেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তারকা ফুটবলার গ্যারেথ বেলের দলকে।

এদিন প্রথমার্ধ শেষ হয় কোনো গোল ছাড়াই, এরপর দ্বিতীয়ার্ধেও কোনো গোলের মুখ দেখেনি কোনো দল। পরবর্তীতে ম্যাচের অতিরিক্ত সময়ে এসেই ওয়েলসের জালে জোড়া গোল দিয়ে দেয় ইরান। শেষ সময়ে প্রথম জয়সূচক গোলটি করেন রুজবে চেশমি। এছাড়া রেফারির শেষ বাঁশি বাজার আগে আবারো রামিন রেজাইয়ানের পা থেকে দ্বিতীয় গোল আসে। ফলে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইরান।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ওয়েলস ১-১ গোলে ড্র করেছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে। অন্য দিকে গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে রীতিমত গোল বন্যায় ভেসেছিল ইরান। সে ম্যাচে ইরানের জালে ৬ গোল দিয়েছিল হ্যারি কেনের দল। তবে সেসব দুঃস্বপ্ন ভুলে আজকের দিনটি নিজেদের করে রাখলো এশিয়ার দেশ ইরান।

মূলত ম্যাচের ৮৫ মিনিটে ইরান খেলোয়াড় মুরেকে লাথি মেরে লাল কার্ড দেখেন ওয়েলস গোলরক্ষক ওয়েইন হেনেসে। বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় গোলরক্ষক হিসেবে লাল কার্ডের দুর্নাম গায়ে লাগান তিনি। ১০ জনের দল হওয়ার পরেই চাপ বাড়ে ওয়েলসের দিকে। সেই সুযোগ কাজে লাগিয়েই অতিরিক্ত সময়ের দুই গোলে ভাগ্যের চাকা খুলে যায় ইরানের।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner