1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে পড়া শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ০১:১২ পিএম বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে পড়া শিক্ষার্থীর মৃত্যু
ফাইল ছবি

ঢাকাঃ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে পড়া শিক্ষার্থী মারিয়া আক্তার (২৬) মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারিয়া আক্তারের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুরে। তার বাবার নাম ফয়েজ উদ্দিন। তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের দুলাভাই আশরাফ আলী জানান, মারিয়া গত ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের কৃষক রত্ন শেখ হাসিনা আবাসিক হলের ১০তলা ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে আইসিইউতে মারা যায় সে।

সেদিনের ঘটনার বিষয়ে আশরাফ আলী বলেন, মারিয়া ওই হলের সাততলার ৭০৩ নাম্বার রুমে থাকত। ভবনের দশতলা থেকে সে লাফিয়ে পড়ে আহত হয়। সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যায়।

মারিয়া অনেকদিন ধরে অসুস্থ ছিল। মারিয়ার মা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তাকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন জানায়। কিন্তু কর্তৃপক্ষ তাকে পরীক্ষা দিতে দেয়নি। সে কারণে লাফিয়ে পড়তে পারে বলে ধারণা করছেন তিনি।

অন্যদিকে তার সহপাঠীরা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে মানসিক রোগী বানানোর চেষ্টা করছে। বিষয়টি খুবই দুঃখজনক। হল কর্তৃপক্ষ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের ওই সহপাঠীর কোনো খোঁজ খবর নেয়নি। এমনকি সহযোগিতাও করেনি। মারিয়ার লাফিয়ে পড়ে মৃত্যুর ঘটনায় হাসপাতালে কর্তৃপক্ষ কোনোভাবে দায় এড়াতে পারে না বলেও জানান তারা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শেরেবাংলা নগর থানাকে জানিয়েছি।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner