1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মুসলিম মনীষীদের কিছু বিখ্যাত উক্তি

নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ৮, ২০২১, ০১:০৮ পিএম মুসলিম মনীষীদের কিছু বিখ্যাত উক্তি
ফাইল ছবি

১/ যারা নিজেদের জন্য রাগে, কিন্তু রবের জন্য রাগে না; নিজেদের জন্য নেয়, কিন্তু অন্য কাউকে দেয় না— তারা নিকৃষ্ট সৃষ্টি। তাদের মাধ্যমে দ্বীন-দুনিয়ার কোনো ইসলাহ হবে না। - [ইবনু তাইমিয়্যা (রাহিমাহুল্লাহ)]

২/ আল্লাহর সাথে সাক্ষাতের আগ পর্যন্ত ইমানদারের কোনো স্বস্তি নেই। - [সাহাবি আবদুল্লাহ্ ইবনু মাস‘উদ (রা.)]

৩/ রাগের বশে কখনো একজন মানুষ এমন কথাও বলে, যার মাধ্যমে সে নিজের ষাট-সত্তর বছরের আমল ধ্বংস করে ফেলে। - [আত্বা ইবন আবী রাবাহ (রাহিমাহুল্লাহ)]

৪/ সর্বনাশ তো তার জন্য, যার নেকীর কাজগুলো দশগুণ করে বাড়িয়ে দেওয়া সত্বেও, তার কৃত পাপের পরিমাণই বেশি। - [ইবনু মাসঊদ (রদ্বিয়াল্লাহু আনহু)]

৫/ যে কথা ভেবে আমার অন্তর প্রশান্ত হয়, তা হলো আমার জন্য যা নির্ধারিত আছে তা কখনো আমাকে ছেড়ে যাবে না এবং যা কিছু আমার পাওয়া হয়না তা কখনো আমার জন্য নির্ধারিত ছিলো না। - [ইমাম শাফিঈ (রহ)]

৬/ ঈমানদার কখনো আগ বাড়িয়ে ঝগড়া করতে যায়না বা প্রতিশোধ নিতে যায়না, এমনকি অন্যের খুঁত ধরতে এবং তাদের নিন্দা করতেও যায় না। -[ইমাম ইবনে তাইমিয়্যাহ (রহ.)]

৭/ এমন এক সময় আসবে যখন মানুষের অন্তর মরে যাবে অথচ দেহ জীবিত থাকবে। -[ সুফিয়ান সাওরী (রহ.)]

৮/ কত বোকা সেই ব্যক্তি, যে জানে না তার মৃত্যু কখন হানা দেবে, কিন্তু এখনো সে এর সাথে সাক্ষাতের জন্যে প্রস্তুত নয়। -[ইবনে জাওযী (রহ.)]

৯/ নিজের প্রতি কঠোর হও, অন্যের প্রতি হও কোমল। - [ইমাম শাফি'ঈ (রহ.)]

১০/ বিলাসী জীবনযাপন কোরো না; কষ্টসহিষ্ণু হও, কারণ বিলাসিতা বেশিদিন স্থায়ী হয় না। - [উমর ইবনুল খাত্তাব (রা.)]

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner