1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
ড. নিম হাকিমের কবিতা

অমর আত্মার জিজ্ঞাসা

সাহিত্য ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ০৩:১৪ পিএম অমর আত্মার জিজ্ঞাসা
ড. নিম হাকিম। ছবিঃ সংগৃহীত

তোমাদের মুক্তির জন্যে আমরা
প্রাণ দিয়েও শান্তি পাইনে কেন?
তোমাদের অন্ন-বস্ত্র-আশ্রয়ের সমাধানে
আমরা লড়েছি এই ধরাধামে

তোমরা কি পেয়েছো তা?


বাংলার সন্তানেরা পাবে শিক্ষা
চিকিৎসা আর বিনোদন
এ দাবি নিয়েই সেদিন লড়েছি
করিনি রোদন।

আমরা জীবন দিয়েছি
তোমরা কি পেয়েছো তা?


সবুজ বাংলার সবুজ পতাকায়
লাল সূর্যের স্বপ্ন
আমরা দেখেছিলাম দিবালগ্ন।

লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত
সে পতাকার নিচে আজ
ক্ষুধার্ত মানুষ কেন!
ওরা যে হাতে ধরেছিল অস্ত্র
সাথে নিয়ে শবদেহের বস্ত্র

সে হাতে আজ ভিক্ষার ঝুলি কেন?


যে হাতে থাকার কথা ছিল কলম
সে হাতে আজ অস্ত্র

তোমরা কি এর জবাব জান?

তারা কি ভুলে গেছে
আমাদের আত্মত্যাগের কথা?
শুধু লিখে রেখে ইতিহাসের পাতায়।

এমন তো হবার কথা ছিল না
এ সবই আমাদের ভাগ্যের বিড়ম্বনা।

ফুল দিয়ে কেন পূজিত মিনার
এতে যে আত্মার তৃপ্তি হয় না ।

তোমরা কি পার না ছড়িয়ে দিতে
এ ফুলের সৌরভ
হাজারো ভুখা মানুষের মাঝে
যাতে আছে আত্মত্যাগের গৌরব।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner