1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
ড. নিম হাকিমের কবিতা

ভিক্ষুক

সাহিত্য ডেস্ক প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ১২:২১ পিএম ভিক্ষুক
ড. নিম হাকিম। ছবিঃ সংগৃহীত

আমরা ভিক্ষুক 
করে খাই ভিক্ষে, 
ভালো মন্দ বুঝি নে
নেই শিক্ষে দীক্ষে।

জমি জমা নেই কিছু
নেই ঘর বাড়ি,
এ দ্বারে ও দ্বারে
শুধু করি পায়চারি। 

হাত পাতি সবার কাছে
নেই বাছবিচে
অনেকেই বলে মোরা
জাত বড় নিচে। 

চাল পাই গম পাই
পাই পান্তা ভাত
যেখানেই হয় রাত
সেখানেই কাত।

গাঁয়ে চাল ডাল নেই
নেই বেশি টাকা
তাই সব গাও ছেড়ে
চলে আসি ঢাকা।

শহরে বাস করি
খাই মাছ মাংস ভাজি 
যা পাই ভাগ নেয়
মাস্তান বাবাজি।

দাড়ি আর টুপি ভাই
অনেকেরই আছে
হাতে লাঠি রাখি কেউ
আসলে তা মিছে।

গায়ে কম জোর তাই
নেয় নাকো জন
কুলি হলে ঘাড়ে দেয়
পাকা দুই মন।

খোঁড়া নই কানা নই
তবু করি ভিক্ষে 
জেনেশুনে মানিনে
নবীজীর শিক্ষে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner