1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
ড. নিম হাকিমের কবিতা

জমিদার

সাহিত্য ডেস্ক প্রকাশিত: জুলাই ৫, ২০২১, ১২:৪১ পিএম জমিদার
ছবিঃ ড. নিম হাকিম

বেশি বেশি জমি যার
সেই জমিদার
গাঁয়ে বড় নামডাক
বড় হাঁক তার।

পথে ঘাটে পায় সে 
 হাজারো সালাম
 পেটে যদি নাও থাকে
একটু কালাম।

বিচার আর সালিশি
করে দিন রাত 
গোলা ভরা ধান আর 
হাড়ি ভরা ভাত।

সব লোকে চেনে তারে
সকলেই মানে
চেয়ারখানা পায় সে 
এখানে সেখানে।

ন্যায়-অন্যায় যা-ই হোক
যদি দেয় রায়
না মেনে কারো ভাই
নেই কো উপায়।

ডাক দিলে জমিদার
আসে শত লোক
মরে গেলে কাঁদাকাটি
করে শত লোক।

এলাকার যত খেলা
সবই তার হাতে
বিছানায় শুয়ে শুয়ে
ভাবে তাই রাতে।

প্রেম যদি করে তার
কেউ কোন ক্ষণ
বিয়ে তার দিতে হবে
হোক যেই জন।

সুন্দরী মেয়ে যদি 
পড়ে তার চোখে
বিয়ে তার হবে না
জমিদার রেখে।

যত ছোট হোক মেয়ে
নেই কোন মানা
বিয়ে সে করবেই 
দিয়ে জমি-জমা।

মোল্লা মৌলভী
যত জন আছে
ভয়ে তারা থাকে সব
তবু তার পিছে। 

এই হলো আমাদের জমিদার সাব
সাথে থেকে পাওয়া যায় বড় বেশি লাভ
শত খুন করেও সে
পেয়ে যায় মাফ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner