1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
ড. নিম হাকিমের কবিতা

শেষের কবিতা

ড. নিম হাকিম প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২০, ০৩:১৯ পিএম শেষের কবিতা
প্রতীকী ছবি

জীবন বড় রহস্যময়
এ কারণেই যে
সবাই মৃত্যু ভুলে যায়
সব কিছু মানুষ করে
নির্দ্বিধায়!

যার অতীত জানা নেই
ভবিষ্যতও জানে না
তা নিয়ে নেই ভাবনা
শুধু চাই
যা পাই তাই!!

চাওয়া পাওয়া মিছে
সব যাবে ঘুচে
শুধুই থাকবে।
আছে মরীচিকার পিছে
তাই ঘুরছি মিছে!

বলছো যা কিছু আমার
কিছুই নয় তোমার
এ সবই মিথ্যা আশার
এসেছো একা
যাবা একা!!

ভীষণ রহস্য
দিবানিশি ভাবছো
আর তপস্যা করছো
দাম নেই
এতে কোন কাজ নেই!

জীবকে খেদমত কর
নিজের আমিত্ব ছাড়
এক নাম ধর
এতেই হবে পাড়
হে গুনাহ্গার!

এত কিছু কেন?
মরলে কি হবে জান?
আল্লাহকে মান
যদি না মান
শাস্তি হবে পরকালে জেনো।

মানুষ মরে গাছের পাতা ঝরে
সবই আছে অন্তরে
মরতে চাই না
তবুও মরতে হবে!

চাই, শুধু তোমাকে চাই
কিন্তু পাব কোথায়?
তাতো জানা নাই
চাইলেই পাবো
এমন আশা নাই!

দেহ ত্যাগ দুনিয়া ত্যাগ
শুধু কীটপতঙ্গের ভাগ
মানুষই উৎকৃষ্ট, মানুষই নিকৃষ্ট
এই হলো অদৃষ্ট!

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner