1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কামাল লোহানী - সাংবাদিকতার পথ প্রদর্শক

মোহাম্মদ খায়রুল আলম প্রকাশিত: জুন ২৩, ২০২০, ০১:২৮ পিএম কামাল লোহানী - সাংবাদিকতার পথ প্রদর্শক
কামাল লোহানী

কামাল লোহানী - সাংবাদিকতার পথ প্রদর্শক

মোহাম্মদ খায়রুল আলম

 

জানি তুমি আর ফিরে আসবে না

কিন্তু প্রতীক্ষায় পথ চেয়ে থাকার বেদনা, কখনও ভুলার নয়।

তাই পথের দিকে চেয়ে থাকি, ব্যাকুল হৃদয়ে।

 

ইতিহাসের পাতায় তুমি চির উজ্জল

কামাল লোহানী, শব্দসৈনিক স্বাধীন বাংলা বেতারের একটি অধ্যায়।

সাংবাদিকতায় তুমি ছিলে শীর্ষস্থানীয়।

বাংলা সাহিত্যে তোমার উত্থান ছিল পথ প্রদর্শকের মতো-

পেশাদারিত্বের সহমর্মিতায় তুমি ছিলে সোচ্চার।

যে কোন আন্দোলনে সংগ্রামে, তুমি জাগিয়েছ অসিম সাহস।

 

ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, তারপর বাঙালির অধিকার আন্দোলন-

কোথায় ছিল না তোমার পদচারণা।

সাংবাদিকদের অধিকার নিয়ে তোমার আন্দোলন,

তোমার সমগ্র জীবনের প্রতিচ্ছবি।

ভাষা আন্দোলনে তুমি ছিলে অগ্রদূত।

বাঙগালির স্বাধীকার আন্দোলনে স্মৃতিকথা

জাতি কোনদিন তোমাকে ভুলবে না।

 

তোমার বিয়োগান্তর বেদনা আচ্ছন্ন, তৃষ্ণার্ত চোখ।

খুঁজে ফিরে শুধু তোমার স্মৃতি মাখা পত্রিকাগুলো।

হৃদয় জুড়ে শুধু বিষাদের কালো ছায়া।

আমরা কি হারালাম- জীবনের অংক মেলাতে

সোনালী স্মৃতির মুহুর্ত গুলো আজ বিদীর্ণ বিবর্ণ।

 

স্নেহের আলিঙ্গনে জড়িয়ে রেখেছিলে আমাদেরকে।

তুমি ছিলে সমাজ সংস্কারক দেশরত্ন।

তোমার অপূর্নতা সৃষ্টি করেছে, জাতির কাছে বিশাল এক শূন্যতা।

 

আগামীনিউজ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner