1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

অনুপ্রেরণা

মিতা পোদ্দার প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২২, ০৭:৩৫ পিএম অনুপ্রেরণা

 

সুর, তাল, লয়ে

গানে আসে সুর,

আমি না এসব থেকে

 এখনো বহুদূর।

 

অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্তে

কবিতার মিল জানি,

ছন্দে শুধুই পতন ঘটে

 আমার কবিতা খানি।

 

অন্ত্যমিলে ও ভরসা নাই

    কেমন কবি হলাম?

 ছন্দপতনের  পূর্বাভাস 

    বারবার পেলাম।

 

 কলম নিয়ে শুধুই ভাবি

  ছন্দের ছোঁয়া পাবো,

লিখনিতে আমি ও তবে

 সুকুমার কে খুঁজে নিবো।

 

 অন্ত্যমিলে রাশেদ স্যার 

       প্রিয় ব্যাক্তিত্যমনা,

সুন্দর মনে গ্রহণ করেন

    আমার কবিতা খানা।

 

 ছোট খাটো ভুলগুলো

    বলেন মিষ্টি সুরে,

 ছন্দপতনে সতর্কতা

     তিনিই দেন করে।

 

 আমি ও বলছি এই কলমে

      ছন্দের মিল হবে,

 সেদিন সবে এই আমায়

     নিজেই খুঁজে নিবে।

 

অনুপ্রেরণার পথ ধরেই

   আমার কলম চলে,

আমার কবিতায় ও দেখবে

    ছন্দ কথা বলে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner