1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

যখন করোনা পরীক্ষা করানো জরুরি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৭, ২০২০, ১০:৪৭ এএম যখন করোনা পরীক্ষা করানো জরুরি

জুন ও জুলাই মাসের চেয়ে আগস্টে করোনা সংক্রমণ কিছুটা হলেও কমেছে। এখন হাসপাতালগুলোতে রোগীদের তেমন একটা ভিড় নেই বললেই চলে। এ ছাড়া আইসিইউ ও করোনা ওয়ার্ডগুলো খালি।

করোনা আক্রান্ত হলে ভয়ের কিছু নেই। আর উপসর্গ দেখা দিলে যে সবাইকে পরীক্ষা করাতে হবে এমনও নয়। উপসর্গ দেখা দিলে ঘরে থেকে চিকিৎসা নিতে পারেন।

করোনা হলে সাধারণত জ্বর-কাশি, গলাব্যথা, ঘ্রাণ কিংবা স্বাদে সমস্যা হয়ে থাকে। এসব উপসর্গ দেখা দিলে পরীক্ষা করা জরুরি।

আসুন জেনে নিই কাদের কখন পরীক্ষা করানো জরুরি-

১. জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা, ঘ্রাণ কিংবা স্বাদের সমস্যা থাকলে করোনার নমুনা পরীক্ষা করাতে হবে। টেস্টের ফল পজিটিভ এলে বাড়িতে থাকুন। অক্সিজেনের সমস্যা হলে হাসপাতালে যেতে হবে।

২. পরিবারের বয়স্ক কারও উপসর্গ দেখা দিলে অন্যদেরও অবশ্যই পরীক্ষা করাতে হবে।

৩. ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, শ্বাসকষ্ট, কিডনিসহ কোনো জটিল রোগ থাকলে যদি উপসর্গ দেখা দেয় তবে পরীক্ষা করাতে হবে।

৪. যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, সুস্থ তরুণ তাদের পরীক্ষা না করালেও সমস্যা নেই। দুই সপ্তাহের মধ্যেই ভালো হয়ে যায়।

 

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner