 
      -20231107080256.jpg) 
                    
          
          ঢাকাঃ প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনার দায়ের করা মামলায় বিএনপি নেতা ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন ও নিতাই রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ তাদের তিন সপ্তাহের আগাম জামিন দেন।
আইনপেশায় এই তিন আইনজীবীর অবদান বিবেচনা করে আদালত তাদের জামিন দিয়েছেন। তিন সপ্তাহ পর তাদের ঢাকার জেলা জজ আদালতে হাজির হতে হবে।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমী।
এমআইসি
-20251013141837.jpg) 
    -20251013095452.jpg) 
     
     
     
    -20250923081410.jpg) 
     
     
     
    -20250815155757.jpg)