1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
উত্তর সিটির ৩৩ নং ওয়ার্ড

শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবো: আসিফ আহামেদ

দেলোয়ার মহিন প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২০, ১১:৩০ এএম শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবো: আসিফ আহামেদ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী-লীগ মনোনীত প্রার্থী ‘আসিফ আহমেদ’। ঘুড়ি মার্কা নিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন তিনি। তবে আসিফ আহামেদ যা স্বপ্ন দেখেছেন তার অর্ধেক পূরণ হয়েছে বাকি অর্ধেক স্বপ্ন পূরণ করবেন তার কর্মের মাধ্যমে। শতভাগ স্বপ্ন পূরণ কিভাবে হবে সেই বিষয়ে ‘আগামীনিউজের’ সাথে উন্মক্ত আলোচনা হয়। যা ৩৩ নং ওয়ার্ডবাসীসহ সকল পাঠকদের জন্য তুলে ধরা হলো।

আগামীনিউজ: কেমন আছেন আপনি?          

আসিফ আহামেদ: সকলের দোয়ায় এবং মহান আল্লাহ তা’আলার রহমতে খুব ভালো আছি।  

আগামীনিউজ: ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আপনাকে আগামীনিউজের পক্ষ থেকে অভিনন্দন।

আসিফ আহামেদ: আগামীনিউজকে জানাই অসংখ্য ধন্যবাদ।

আগামীনিউজ: এই ওয়ার্ডের জনগণ আপনাকে ভালোবেসে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করেছে সেটাকে আপনি কিভাবে দেখছে?

আসিফ আহামেদ: আমি এই ওয়ার্ডবাসীর কাছে কৃতজ্ঞ। আমাকে তাদের ভালোবাসা উজার করে দিয়েছে। আমাকে তাদের একজন করে নিয়েছে। আমি এখন কাজের মাধ্যমে সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

আগামীনিউজ: আপনি এই ওয়ার্ডকে কিভাবে সাজাতে চান? কি পরিকল্পনা রয়েছে আপনার?

আসিফ আহামেদ: আমার অনেক ইচ্ছে ও পরিকল্পনা রয়েছে। প্রথমত এই ওয়ার্ড থেকে মাদক ও কিশোর গ্যাং নির্মূল করবো। যাকে এক কথায় বলা যায় শিকড় থেকে উপড়ে ফেলা। এই দুটি বিষয়ে তিল পরিমাণ ছাড় হবে না। তবে এই যুব সমাজকে রক্ষা করতে বিকল্প ব্যবস্থা হিসেবে বিনোদনের ব্যবস্থা করতে হবে। তার জন্য শুরুতেই আমি এই ওয়ার্ডে একটি খেলার মাঠ স্থাপন করবো। এবং সব সময় এই ওয়ার্ডে খেলাধুলার আয়োজন করবো। যাতে করে যুব সমাজ শারীরিক ও মানসিক ভাবে ভালো থাকে। এতে করে মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থাকবে যুব সমাজ।

আগামীনিউজ: এই ওয়ার্ডের বিভিন্ন রাস্তা-ঘাটের বেহাল দশা। তা নিয়ে কি পরিকল্পনা বয়েছে আপনার?

আসিফ আহামেদ: আমার এই ওয়ার্ডে যেমন ১৭ টি হাউজিং রয়েছে ঠিক তেমনই সাড়ে ৮ কিলোমটার জুড়ে খালও রয়েছে। তার জন্য পরিকল্পনা রয়েছে ব্যাপক। প্রথমত পুরো খাল দখল মুক্ত করে পরিষ্কার করবো পরে ১৭টি হাউজিং সহ ওযার্ডের চারপাশের রাস্তা ধারাবাহিক ভাবে মেরামত করবো। উন্নয়নের ছোয়া থেকে বাদ যাবে না একটি রাস্তাও।

এছাড়া এই ওয়ার্ড যেন নোংরা না হয় সে বিষয়ে জোরালো ভূমিকা থাকবে আমার। ওয়ার্ডের প্রতিটি রাস্তায় ময়লা ফেলার ডাস্টবিন দেয়া হবে। পরিছন্ন কর্মীরা তাদের কাজ শতভাগ নিশ্চিত করবে।

আগামীনিউজ: ওয়ার্ডের নিরাপত্তার বিষয়ে কি কি করণীয় বলে আপনি মনে করেন এবং তা কিভাবে করতে চান?

আসিফ আহামেদ: আমি একজন জন প্রতিনিধি। জনগনের সেবা দেয়া ও জনগনের নিরাপত্তা নিশ্চিত করা আমার মূল লক্ষ। আমি সেটাকেই বেশি জোর দেবো। আমি আমার এই ওয়ার্ডটি দিন ও রাত সমান করে ফেলবো এলিডি লাইটিং এর মাধ্যমে। এছাড়া প্রতিটি রাস্তায় ও অলিতে-গলিতে সিসি ক্যমেরা দিয়ে মুড়িয়ে দেবো যাতে করে কোন ধরনের অপকর্ম না হয়। আমি এতটুকু বলতে চাই যে, আমি যতক্ষণ আছি এই দায়িত্বে শতভাগ নিরাপত্বা নিশ্চিত করবো এটা আমার ওয়াদা।

আগামীনিউজ: এই ওয়ার্ডের জন্য কি কি অভাব বোধ করছেন আপনি? আর তা কিভাবে সমাধান করতে চান?

আসিফ আহামেদ: আমার এই ওয়ার্ডে একটি হাসপাতাল খবই জরুরি। ৫টি মৌলিক চাহিদার মধ্যে এটা অন্যতম। আমি চাই আমার এই এলাকাবাসী সুস্থ ও সুন্দর ভাবে বাঁচুক। একই ভাবে এই ওয়ার্ডের জন্য ১টি স্কুল ও ১টি মাদ্রাসা স্থাপন করবো। যাতে করে আমাদের বাচ্চারা সুশিক্ষায় বেড়ে উঠতে পারে। সব শেষ বলতে চাই আমার এই ওয়ার্ডের সবাই সবাইকে ভালোবাসবে এবং একে অপরকে ভালো রাখবে।

আগামীনিউজ/মহিন/মিজান

আরো পড়ুন: এবার ঘরে ঘরে সুপেয় পানির ব্যবস্থা করবো: জনি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner