1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

চিকিৎসা গবেষণায় গাঁজার বৈধতা দিলো জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২০, ০৫:৫৭ পিএম চিকিৎসা গবেষণায় গাঁজার বৈধতা দিলো জাতিসংঘ
ছবি: সংগৃহীত

ঢাকাঃ ভোটাভুটির মাধ্যমে গাঁজা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলো জাতিসংঘ। এত দিন যে ধরনের মাদকের তালিকায় গাঁজাকে রাখা হতো, সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। ডয়চে ভেলে জানায়, চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় গাঁজার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিলো জাতিসংঘ।

২০১৯ সালে সংস্থাটিকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য আবেদন জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বুধবার (২ ডিসেম্বর) জাতিসংঘের নারকোটিক ড্রাগ কমিশনে ভোটাভুটি হয়। এতে ২৭-২৫ ভোটে মাদকের তালিকায় অবস্থান পরিবর্তন হলো গাঁজার।

একটি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। বাকিদের মধ্যে ২৭টি দেশ গাঁজাকে কঠিন ড্রাগ হিসেবে চিহ্নিত করার বিরোধী। ২৫টি দেশ পক্ষে। ফলে জয় হয় গাঁজার।

এতদিন ড্রাগের চতুর্থ শিডিউলে হেরোইন, বিভিন্ন ধরনের কেমিক্যাল ড্রাগের সঙ্গে রাখা হতো গাঁজাকে। এই ধরনের ড্রাগ সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়ে দিয়েছে জাতিসংঘ।

কিন্তু ডব্লিউএইচও ২০১৯ সালে জাতিসংঘকে জানিয়েছিল ওই তালিকায় থাকায় গাঁজা নিয়ে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গবেষণায় সমস্যা হচ্ছে।

তাদের মতে, গাঁজা থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি সম্ভব। কিন্তু কঠিন ড্রাগের তালিকায় থাকায় তা করা যাচ্ছে না। এমন প্রেক্ষিতে ভোটাভুটির আয়োজন করে জাতিসংঘের নারকোটিক ড্রাগ কমিশন।

তবে গাঁজাকে এখনো মাদকের তালিকাতেই রাখা হয়েছে এবং সাধারণের ব্যবহারের জন্য সমস্ত নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়নি। কেবল ওষুধ তৈরির জন্য কিছু ছাড় দেওয়া হয়েছে মাত্র।

ডব্লিউএইচও গাইডলাইনে স্পষ্ট করে দেয়া হয়েছে, সাধারণ মানুষ গাঁজা বা গাঁজা গাছের রস থেকে তৈরি দ্রব্য সেবন করলে শারীরিক সমস্যা হতে পারে। অতিরিক্ত নেশা স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

আগামীনিউজ/এএইচ  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner