1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

তুরস্কে ভূমিকম্পে নিহত বেড়ে ২৮

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১, ২০২০, ১২:৩৪ এএম তুরস্কে ভূমিকম্পে নিহত বেড়ে ২৮
ছবি: সংগৃহীত

ঢাকাঃ তুরস্কে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৮ জনে। আহত হয়েছেন আট শতাধিক মানুষ।  

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে যোগ দিয়েছে দেশটির সেনাবাহিনী। ভূমিকম্পে পাশের দেশ গ্রিসে মারা গেছে দুইজন।  

শুক্রবার সন্ধ্যায় ইজিয়ান সাগরের উপকূলীয় শহর ইজমিরে ভূমিকম্পের আঘাতে অন্তত ২০টি ভবন ধসে পড়ে। আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীদের পাশাপাশি যোগ দেয় সেনাবাহিনী।

ভূমিকম্পের পর সাড়ে তিন শ' বারের বেশি আফটার শক হয় যার মধ্যে ৩১ টির মাত্রা ছিল চার মাত্রার বেশি।

ইজমিরে আটটি ভবনে তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে জানায় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা কর্তৃপক্ষ। ফের ভবনধসের আশঙ্কায় দুই হাজার মানুষের জন্য তাঁবুতে থাকার ব্যবস্থা করেছে ইজমির শহরের কর্তৃপক্ষ।

ভূমিকম্পে পাশের দেশ গ্রিসেও ক্ষয়ক্ষতি হয়েছে অনেক।  ভূমিকম্পের মাত্রা ৭ ছিল বলে এর আগে জানানো হলেও পরে তা ৬.৬ মাত্রার বলে জানায় তুরস্ক।

ভূমিকম্পের পরপরই তুরস্কের সাগরের তীরবর্তী এলাকায় ছোট আকারের সুনামি দেখা দেয়। পানিতে ডুবে যায় ইজমির ও সামোস শহরের বেশ কয়েকটি রাস্তা। তবে কোন সুনামি সতর্কতা জারি করেনি কর্তৃপক্ষ।

আগামীনিউজ/এএইচ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner