1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

‘বিশ লাখ ডোজ প্রস্তুত’

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ৬, ২০২০, ০৯:৩৯ এএম ‘বিশ লাখ ডোজ প্রস্তুত’
ছবি সংগৃহীত

ঢাকা: মহামারি করোনা যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। জনস হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরো ৯২২ জনের মৃত্যু হয়েছে। তাতে দেশটিতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার জন, যা বিশ্বে দেশ হিসেবে সর্বোচ্চ।

সেই সাথে দেশটিতে আক্রান্তের সংখ্যা এগিয়ে যাচ্ছে ১৯ লাখের দিকে। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৯১ হাজার মানুষ।

এদিকে, করোনার সম্ভাব্য ভ্যাকসিনের ২০ লাখ ডোজ প্রস্তুত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভ্যাকসিনটি করোনা মোকাবিলায় কার্যকর প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গেই এর ব্যবহার শুরু হবে বলেও জানান তিনি।

স্থানীয় সময় শুক্রবার (০৫ জুন) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট। 

এ সময় ট্রাম্প বলেন, ভ্যাকসিন তৈরিতে অসাধারণ অগ্রগতি হয়েছে। এমনকি, আমরা পরিবহন ও সরবরাহে যেতেও প্রস্তুত। আমাদের ২০ লাখেরও বেশি ডোজ তৈরি আছে।

তিনি আরো বলেন, ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা খুবই চমৎকার কাজ করছি। আমার মনে হয় আমরা কিছু ইতিবাচক চমক ও প্রতিষেধক পেতে চলেছি। আরোগ্যের ক্ষেত্রে আমরা দারুণ কাজ করছি।

সম্প্রতি করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করেছে মার্কিন প্রশাসন। তবে ২০ লাখ ডোজ কোন প্রতিষ্ঠানটি তৈরি করেছে সেটি জানাননি মার্কিন প্রেসিডেন্ট। সূত্র: সিএনবিসি, এমএসএন

আগামীনিউজ/মিজান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner