
ঢাকাঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৬৩ জন রোগী ভর্তি হয়েছেন।
শুক্রবার এক বিবৃতিতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকাতে ১৪০ জন ও ঢাকার বাইরে রয়েছেন ২৩ জন।
বিবৃতিতে আরো বলা হয়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ১৯১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৯৮৮ জন ও অন্যান্য বিভাগে ভর্তি ২০৩ জন।
এ বছরের ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা সর্বমোট ১৫ হাজার ২২৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯৮০ জন আর মারা গেছে ৫৭ জন।