1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ফোন করলেই রোগীর বাসায় অক্সিজেন পৌছে দেবে পুলিশ

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জুন ১৬, ২০২১, ১০:১৩ এএম ফোন করলেই রোগীর বাসায় অক্সিজেন পৌছে দেবে পুলিশ
ছবি: সংগৃহীত

রাজশাহীঃ ফোন করলেই করোনা রোগীর বাড়িতে বিনামূল্যে পৌঁছে যাবে অক্সিজেন, সঙ্গে যাবেন একজন চিকিৎসক। এই চমৎকার উদ্যোগটি নিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ উদ্দেশ্যে নগর পুলিশের পক্ষ থেকে 'পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক' গঠন করা হয়েছে।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। আরএমপির কন্ট্রোল রুমের মোবাইল নম্বরে ০১৩২০-০৬৩৯৯৮ ফোন করে অক্সিজেন সেবা পাবেন করোনা রোগীরা। উদ্বোধনের পর থেকেই সেবা দিতে শুরু করেছেন দায়িত্বরতরা।

উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত রোগীদের শুরু থেকেই অক্সিজেনের অভাব দেখা দেয়। এ সংকট থেকে সাধারণ জনগণ এবং দায়িত্বরত পুলিশ সদস্যসহ বিভিন্ন পেশার করোনা রোগীদের আরএমপির পক্ষ থেকে বিনামূল্যে অক্সিজেন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৫০টি অক্সিজেন সিলিল্ডার দিয়ে এ কার্যক্রমের যাত্রা শুরু হলো। দুই-এক দিনের মধ্যেই এ সংখ্যা ১০০তে উন্নীত হবে। প্রয়োজন অনুসারে অক্সিজেন সিলিন্ডার আরও সংযোজন করা হবে।

তিনি আরও বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া রাজশাহীর আর কোনো হাসপাতাল বা ক্লিনিকে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ নেই। সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করতে হলে হাসপাতালগুলোর অন্তত ২ থেকে ৩ মাস সময় লাগবে। রাজশাহীতে করোনা সংক্রমণের হার ভয়াবহ। সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। যে কেউ শ্বাসকষ্টে ভুগলে মোবাইলে কল করলে নগর পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে অক্সিজেন সেবা পৌঁছে দেবে।

উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া সাজিদ হোসেন প্রমুখ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner