1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নতুন শিক্ষাক্রমের রূপরেখা তৈরীর কথা ভাবছে সরকার: শিক্ষা উপমন্ত্রী

নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১, ০৫:৪৭ পিএম নতুন শিক্ষাক্রমের রূপরেখা তৈরীর কথা ভাবছে সরকার: শিক্ষা উপমন্ত্রী
ছবি: আগামী নিউজ

নেত্রকোণা: করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে নতুন শিক্ষাক্রমের রূপ রেখা তৈরীর কথা ভাবছে সরকার, ধাপে ধাপে এ সিলেবাস তৈরি করে তা কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন নেত্রকোণায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল আলম চৌধুরী নওফেল এমপি। 

বুধবার বেলা সাড়ে ১২টার সময় নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিদর্শনে এসে এমন মন্তব্য করেন উপমন্ত্রী। এ সময় তিনি এসএসসি পরীক্ষার পর এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথাও জানান। এ ছাড়াও উপ-মন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভূমি উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগ সহ সমস্ত কার্যক্রম নির্ধারিত সময়ে  বাস্তবায়ন হবে বলেও জানিয়েছেন। 

পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদেন। 

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিক উল্লাহ খান, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার সুব্রত কুমার আদিত্য, জেলা প্রশাসক কাজি মো.আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ্ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, পৌর মেয়র আলহাজ মো. নজরুল ইসলাম খান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উপ-মন্ত্রী সকাল সাড়ে ১১ টায় নেত্রকোণা সাকির্ট হাউজে এসে পৌছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অর্নার গ্রহণ করেন।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner