1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

করোনায় আক্রান্ত ঢাকা কলেজের ২১ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৪, ২০২০, ০৫:১৯ পিএম করোনায় আক্রান্ত ঢাকা কলেজের ২১ শিক্ষক

ঢাকা : এবার করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা কলেজের ২১ শিক্ষক। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ। 

তিনি বলেন, ‘আমাদের শিক্ষকদের মধ্যে পরিবারসহ ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সুখবর হলো, আক্রান্তদের মধ্যে ১৯ জনই সুস্থ হয়েছেন। বাকি দুজন এখনও চিকিৎসাধীন।’

এত বেশিসংখ্যক শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ায় অনলাইন ক্লাসে সমস্যা হচ্ছে কি-না? এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, ‘আমাদের উচ্চমাধ্যমিকের অনলাইন ক্লাস কলেজের স্টুডিওতে ধারণ করা হচ্ছে। এসব শিক্ষক ক্যাম্পাসে বা এর আশপাশে থাকেন। যারা স্টুডিওতে এসে অনলাইন ক্লাস নিচ্ছেন তাদের কেউ আক্রান্ত হননি। ক্লাস যথারীতি চলছে।’

এসময় আক্রান্ত শিক্ষকদের সঙ্গে কলেজ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ হচ্ছে বলেও জানান তিনি।

 

আগামীনিউজ/এসপি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner