1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

প্রণোদনার টাকা নিয়েও শ্রমিক ছাঁটাই কেন?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৬, ২০২০, ০৩:০১ পিএম প্রণোদনার টাকা নিয়েও শ্রমিক ছাঁটাই কেন?
ছবি সংগৃহীত

ঢাকা: বিজিএমইএ সভাপতি ড. রুবানা হককে উদ্দেশ্য করে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের ছাঁটাই করা হলে, আপনিও (রুবানা) ছাঁটাই হয়ে যাবেন।

শনিবার (০৬ জুন) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিকদের ছাঁটাইয়ের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

এ সময় মন্টু ঘোষ বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের ছাঁটাইয়ে তার এ ঘোষণা উদ্দেশ্যমূলক। আমরা শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা প্রত্যাখ্যান করছি। তার এ শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা শ্রমিক নির্যাতনের একটি বিশেষ হাতিয়ার।’

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘মার্চ মাস থেকে গার্মেন্টস শ্রমিকদের ছাঁটাই করা শুরু হয়েছে। শ্রমিক ছাঁটাই চলছেই। তারপরও যখন আনুষ্ঠানিকভাবে ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়, তখন বোঝা যায় এর পিছনে দুরভিসন্ধি রয়েছে। অবিলম্বে শ্রমিক ছাঁটাই বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনে গড়ে তোলা হবে।’

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন নেতারা বলেন, ‘বাজেট সুবিধা পেতে এবং শ্রমিকদের ছাঁটাইজনিত আইনি সুরক্ষা না দিতেই বিজিএমইএ সভাপতি ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন। সরকারের সাথে দরকষাকষির হাতিয়ার হিসেবে শ্রমিক ছাঁটাইয়ের হুমকি দিচ্ছেন পোশাক কারখানা মালিকরা। বেতন বাবদ ৫ হাজার কোটি টাকার সরকারি তহবিল নেয়ার পরও মালিকদের এমন আচরণ শোষণের শামিল বলে অভিযোগ ইউনিয়ন নেতাকর্মীদের।’

মানববন্ধনে বক্তরা আরো বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা না মেনে এতদিন গোপনে শ্রমিক ছাঁটাই করছিলো শিল্পমালিকরা। এখন বিজিএমইএ সভাপতির প্রকাশ্যে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা মালিকদের আরো উৎসাহিত করবে।’

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner