1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

চুয়াডাঙ্গায় ৫ জেলার চালকদের মানববন্ধন 

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা প্রকাশিত: মে ২০, ২০২৩, ১২:৩৮ পিএম চুয়াডাঙ্গায় ৫ জেলার চালকদের মানববন্ধন 

চুয়াডাঙ্গাঃ জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত জন্মতারিখ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স দ্রুত নবায়ন করাসহ একাধিক দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছেন ৫ জেলার চালক ও শ্রমিকরা। শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মন্ডল জানান, দাবিগুলোর মধ্যে রয়েছে, ভোটার আইডি কার্ড অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সের জন্মতারিখ সংশোধন, নবায়নের টাকা দ্রুত জমা নেওয়ার ব্যবস্থা, নন স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে পূর্বের জমাকৃত টাকা কার্যকর করা, ড্রাইভিং লাইসেন্সের নথিভুক্ত ও ছাড়পত্রের কার্যক্রম দ্রুত কার্যকর করার দাবি উল্লেখযোগ্য। 

মানববন্ধনে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মাগুরা জেলার ভুক্তভোগী চালক শ্রমিকরা উপস্থিত ছিলেন। বক্তৃতা করেন চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারুল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন মন্ডলসহ আরো অনেকে।

বক্তারা বলেন, ৩০ বছর আগে যিনি চালক হিসেবে লাইসেন্স পেয়েছিলেন তার জন্মতারিখ জাতীয় পরিচয়পত্রের সাথে মিল নেই। তখন জাতীয় পরিচয়পত্র ছিল না। এ কারণেই আগের লাইসেন্সের সাথে জাতীয় পরিচয়পত্রের জন্মতারিখের গরমিল রয়েছে। জাতীয় পরিচয়পত্রের জন্মতারিখ অনুযায়ী এসব লাইসেন্স দ্রুত নবায়ন করতে হবে। তা না হলে প্রয়োজনে আরো বড় আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। 

জামান আখতার/বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner